দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বাদ দিয়ে সৎ ও যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করতে পারলে দেশে দুর্নীতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, দেশের সমাজব্যবস্থার সব খাতেই দুর্নীতি ছড়িয়ে পড়েছে, যা পুরোপুরি নির্মূল করা কঠিন। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
“দুর্নীতিবাজদের উৎসব প্রতিদিন, কিন্তু প্রতিরোধের উদ্যোগ একদিন”
মোহাম্মদ আবদুল মোমেন বলেন, “দুর্নীতিবাজদের উৎসব যেন প্রতিদিন। কিন্তু দুর্নীতিবিরোধীদের মাত্র এক দিনের উদ্যোগে তাদের লাগাম টানা সম্ভব নয়।”
দুর্নীতিমুক্ত দেশ গড়তে ভোটারদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করে সৎ প্রার্থীদের নির্বাচিত করতে হবে।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস
২০০৩ সালে জাতিসংঘের ঘোষণার পর ৯ ডিসেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হচ্ছে। এ বছর দিবসের প্রতিপাদ্য—“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা।”
বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সিটি করপোরেশন, জেলা–উপজেলা প্রশাসন এবং এনজিওগুলো দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে। টিআইবিও আলাদা কর্মসূচির আয়োজন করেছে।
বাংলাদেশ ২০০৭ সাল থেকে আনুষ্ঠানিকভাবে আনকাক–স্বাক্ষরকারী দেশ হিসেবে দিবসটি পালন করছে এবং ২০১৭ সাল থেকে সরকারিভাবে উদযাপন শুরু হয়।
সিএ/এএ


