ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের আগাম নির্বাচনী প্রচারসামগ্রী সরিয়ে ফেলতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রচারসামগ্রী না সরালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে দশম কমিশন সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, নির্বাচনে পর্যবেক্ষণ ও আইন প্রয়োগে ৩০০ ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি কাজ করবে। এ কমিটিগুলো শুধু তদন্ত নয়, প্রয়োজনে বিচারও করতে পারবে। পাশাপাশি জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তফসিল ঘোষণার পর থেকেই মাঠে মোতায়েন করা হবে।
তিনি আরও জানান, আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে তফসিল ঘোষণার পরের দিন থেকেই প্রতিটি উপজেলা ও থানায় দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। নির্বাচন ঘনিয়ে এলে—বিশেষত নির্বাচনের আগের তিন দিন, ভোটের দিন এবং পরের দিন—এই সংখ্যা আরও বাড়ানো হবে।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে যে পোস্টার-ব্যানারসহ প্রচারসামগ্রী ঝুলিয়েছে, সেগুলো ৪৮ ঘণ্টার মধ্যেই সরিয়ে ফেলতে হবে। অন্যথায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের বিষয়ে একটি পরিপত্র চলতি সপ্তাহেই জারি করা হবে, যার ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত পরিকল্পনা করবে।
তিনি আরও জানান, নির্বাচনী এলাকায় অনুদান, ত্রাণ বা বিভিন্ন সুবিধা বিতরণের ওপর নিষেধাজ্ঞার পরিপত্রও সময়মতো জারি করা হবে। তবে বয়স্ক ভাতা ও অন্যান্য সামাজিক সুরক্ষা কর্মসূচি সোশ্যাল সেফটি নেটের আওতায় হওয়ায় এগুলো চলমান থাকবে।
সিএ/এএ


