চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন যুবদলের সদস্য মো. হোসেন মিয়া দুধ দিয়ে প্রতীকী গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। রোববার সকালে নিজের ফেসবুক আইডিতে দুধ দিয়ে গোসলের ভিডিও প্রকাশ করে তিনি জানান, দলের অভ্যন্তরীণ কর্মকাণ্ডে বিরক্ত হয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন।
ভিডিওতে হোসেন মিয়াকে বলতে শোনা যায়, “জীবন থেকে রাজনীতি একেবারে মুছে ফেললাম। জীবনের সব কিছু ব্যয় করেছি রাজনীতির পেছনে। দলের কর্মীদের বলতে চাই—টাকা, মামু-খালু কিংবা শ্বশুরবাড়ির ক্ষমতা না থাকলে রাজনীতি করবেন না। করলে আমার মতো অবস্থা হবে। তাই দুধ দিয়ে গোসল করলাম—রাজনীতি আর করব না।”
স্থানীয়ভাবে পরিচিত এ যুবদল নেতার বাড়ি কলাকান্দা এলাকায়।
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদ জামান বলেন, বিষয়টি তিনি ওই ফেসবুক ভিডিও দেখে জেনেছেন। তবে এ নিয়ে এখনই মন্তব্য করতে চান না। পরে এ বিষয়ে কথা বলবেন।
সিএ/এএ


