গাজীপুরের কালীগঞ্জে খোলা মাঠে প্রকাশ্যে কুপিয়ে মনির মোল্লা (৫৫) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার নাগরী ইউনিয়নের পূর্বাচল ২৪ নম্বর সেক্টরের ফতেপুর গ্রামের বিড়ালবাড়ী মাঠে এ ঘটনাটি ঘটে।
নিহত মনির মোল্লা পাড়াবরতা টেকপাড়া গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, রাতের দিকে বিড়ালবাড়ী মাঠে কয়েকজন মিলে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হচ্ছে—এমন দৃশ্য দেখে তারা পুলিশকে খবর দেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পরে মাঠে মনিরের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সিএ/এএ


