দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিরক্ষা কলোনির জমি নিয়ে সেনাবাহিনীর সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সদস্যদের সংগঠন। রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার আজাদ মোড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সার্জেন্ট (অব.) আজগর আলী লিখিত বক্তব্য পাঠ করেন। আরও বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্য মোবারক হোসেন, রনি মিয়া, এনামুল হক, আবুল হোসেনসহ অন্যরা।
বক্তারা জানান, গত ৩ ডিসেম্বর একদল ভূমিদস্যু প্রতিরক্ষা কলোনির জমি দখলের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্থানীয় সেনা ক্যাম্পের সদস্যদের ওপর হামলা চালায়। হামলার ঘটনায় সেনা সদস্যরা প্রাণনাশের শঙ্কায় পড়েন এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
অবসরপ্রাপ্ত সেনাসদস্যরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে প্রতিরক্ষা কলোনির জমি সুরক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।
সিএ/এএ


