চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে আরও দুই বাংলাদেশিকে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। শনিবার পদ্মা নদীর নিশিপাড়া ও বিশরশিয়া চরে লাশ দুটি ভাসতে দেখা যায়। নিহতরা হলেন—মনাকষা ইউনিয়নের তারাপুর হঠাতপাড়ার শফিকুল ইসলাম (৪৫) ও গোলাম মর্তুজার ছেলে সেলিম রেজা (৩৭)।
স্থানীয়রা জানিয়েছেন, তারা পেশায় জেলে হলেও সীমান্ত পার হয়ে গরু আনতে গিয়েছিলেন বলে একাংশ দাবি করছে। গরু নিয়ে ভারতের ধুলিয়ান ঘাট থেকে ফেরার পথে বিএসএফের ধাওয়ার মুখে পড়ে তারা। এরপর তাদের আটকের পর হত্যা করে পদ্মায় ভাসিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
এর আগে ২৮ জুলাই একই সীমান্তে সৈবুর আলী নামে এক রাখালের লাশ পদ্মা নদীতে পাওয়া যায়।
এ বিষয়ে মনাকষা ইউপি সদস্য মো. সমির উদ্দীন জানান, জেলেরা স্রোতের টানে ভারতের দিকে চলে গিয়েছিলেন—বিএসএফ চোরাকারবারি ভেবে তাদের হত্যা করে থাকতে পারে।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, লাশ দুটো অর্ধগলিত, সুস্পষ্ট আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, বিএসএফ হত্যার অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে।