ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আটক তিন বাংলাদেশিকে ফেরত দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোর ৫টার দিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বসতপুর সীমান্তের ৩৫৬ নম্বর পিলার এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তারা ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ তাদের আটক করে।
এ ঘটনায় বিকেল ৫টায় বসতপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৫০ বিজিবির পক্ষ থেকে নেতৃত্ব দেন কমান্ডার নায়েব সুবেদার রিয়াজুল হক এবং ভারতের ৮৭ বিএসএফ বোরকা ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসআই সিয়াম বাবু যাদব।
পরে বৈঠক শেষে আটক তিন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। সন্ধ্যায় বিজিবি তাদের হস্তান্তর করে হরিপুর থানা পুলিশের কাছে।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন:
-
সাদ্দাম (৩০), পিতা: মালেক, গ্রাম: সিদলি, রানীশংকৈল
-
রাফিয়া (২৮), পিতা: তছলিম উদ্দিন, গ্রাম: বাদামবাড়ি, বলিয়াডাঙ্গী
-
রব্বানির ছেলে (৪), একই গ্রাম, বাদামবাড়ি, বলিয়াডাঙ্গী
ওসি জাকারিয়া মণ্ডল জানান, “বিজিবির মাধ্যমে আটক তিনজনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।