অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, “বিগত ফ্যাসিস্ট রেজিম যে দাসত্বের সংস্কৃতি চালু করেছিল, আমরা তা থেকে মুক্ত হয়েছি। এখন প্রয়োজন জাতিকে বিভাজনের পথ থেকে সরিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করা।”
বুধবার (৩০ জুলাই) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) স্নাতক পর্যায়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয় লেজুড়বৃত্তির কেন্দ্র থেকে বেরিয়ে আসতে হবে। তোমরা স্বকীয়তা বজায় রেখে নতুন বাংলাদেশ গড়বে। রাজনৈতিক দলগুলো কেমন হবে, তা নির্ধারণ করবে তোমরাই।”
তিনি বলেন, “জুলাই ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি হিসেবে আমরা পুনর্জন্ম লাভ করেছি। যারা বিচারহীনতা, গুম, খুন আর দাসত্বের চুক্তির মাধ্যমে দেশ চালিয়েছিল, তাদের কাছ থেকে মুক্তি তোমরাই এনে দিয়েছো।”
বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করছে জানিয়ে উপদেষ্টা বলেন, “শিক্ষায় সহনশীলতা, সহমর্মিতা ও পেশীশক্তিহীন পরিবেশ গড়ে তুলতে হবে। অংশীদারদের সঙ্গে আলোচনা করে নীতি নির্ধারণ করতে হবে, পিছিয়ে পড়াদের এগিয়ে নেওয়ার জন্য সহশিক্ষার কার্যক্রমেও গুরুত্ব দিতে হবে।”
গবেষণায় শিক্ষার্থীদের যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “লাইব্রেরিগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে, যাতে গ্লোবাল নলেজ বৃদ্ধি ও গবেষণা ত্বরান্বিত হয়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ও ট্রেজারার অধ্যাপক ড. এটিএম মাহবুব-ই-ইলাহী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. নজরুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. কাওছার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. জসিম উদ্দিন আহাম্মদ এবং রেজিস্ট্রার (অ.দা) অধ্যাপক ড. আসাদ-উদ-দৌলা।