Thursday, July 31, 2025
28.4 C
Dhaka

বিভাজন নয়, ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার

অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, “বিগত ফ্যাসিস্ট রেজিম যে দাসত্বের সংস্কৃতি চালু করেছিল, আমরা তা থেকে মুক্ত হয়েছি। এখন প্রয়োজন জাতিকে বিভাজনের পথ থেকে সরিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করা।”

বুধবার (৩০ জুলাই) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) স্নাতক পর্যায়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয় লেজুড়বৃত্তির কেন্দ্র থেকে বেরিয়ে আসতে হবে। তোমরা স্বকীয়তা বজায় রেখে নতুন বাংলাদেশ গড়বে। রাজনৈতিক দলগুলো কেমন হবে, তা নির্ধারণ করবে তোমরাই।”

তিনি বলেন, “জুলাই ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি হিসেবে আমরা পুনর্জন্ম লাভ করেছি। যারা বিচারহীনতা, গুম, খুন আর দাসত্বের চুক্তির মাধ্যমে দেশ চালিয়েছিল, তাদের কাছ থেকে মুক্তি তোমরাই এনে দিয়েছো।”

বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করছে জানিয়ে উপদেষ্টা বলেন, “শিক্ষায় সহনশীলতা, সহমর্মিতা ও পেশীশক্তিহীন পরিবেশ গড়ে তুলতে হবে। অংশীদারদের সঙ্গে আলোচনা করে নীতি নির্ধারণ করতে হবে, পিছিয়ে পড়াদের এগিয়ে নেওয়ার জন্য সহশিক্ষার কার্যক্রমেও গুরুত্ব দিতে হবে।”

গবেষণায় শিক্ষার্থীদের যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “লাইব্রেরিগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে, যাতে গ্লোবাল নলেজ বৃদ্ধি ও গবেষণা ত্বরান্বিত হয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ও ট্রেজারার অধ্যাপক ড. এটিএম মাহবুব-ই-ইলাহী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. নজরুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. কাওছার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. জসিম উদ্দিন আহাম্মদ এবং রেজিস্ট্রার (অ.দা) অধ্যাপক ড. আসাদ-উদ-দৌলা।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

“দুদকেও দুর্নীতি আছে, কমানোর চেষ্টা চলছে”—দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন...

সঞ্জয় দত্তের নামে ৭২ কোটি টাকার সম্পত্তি লিখে যান অন্ধভক্ত নিশা পাটিল, পরে যা ঘটলো

বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের প্রতি গভীর মুগ্ধতা থেকে...

সন্তানকে ‘জঙ্গি’ বলে কটাক্ষ: নীরব থাকলেন না অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য

ধর্মীয় সহিষ্ণুতার প্রশ্নে বারবার আলোচনায় আসা ভারতের টেলিভিশন অভিনেত্রী...

মাত্র ১৯ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্রিটিশ তরুণ অভিনেত্রী রোসা টেইলর

যুক্তরাজ্যের তরুণ অভিনেত্রী রোসা টেইলর (১৯) সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে...

“আমি জানতাম না আজ কী হতে যাচ্ছে”—প্রতিবাদের সেই ১ আগস্টের অভিজ্ঞতা জানালেন আজমেরী হক বাঁধন

দেশের সাম্প্রতিক আন্দোলন ও সামাজিক ইস্যুতে নিয়মিত সোচ্চার থাকা...

৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে বিরোধের মাঝেই দিল্লিতে কারিশমা কাপুর, সঙ্গে দুই সন্তান

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরকে সম্প্রতি দিল্লিতে তার দুই সন্তান...

কলকাতায় বাংলাদেশের মডেল শান্তা পাল গ্রেপ্তার: আধার ও ভোটার কার্ডসহ মিলল একাধিক নথি

কলকাতায় ভারতের নাগরিকত্বের প্রমাণপত্রসহ গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশের মডেল ও...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img