বগুড়ায় ফের ভাঙচুরের শিকার হলো জাতীয় পার্টির জেলা কার্যালয়। শুক্রবার রাতে শহরের কবি নজরুল ইসলাম সড়কে সদর থানার কাছে অবস্থিত অফিসে ৩০-৩৫ জনের একদল অজ্ঞাত দুর্বৃত্ত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। কার্যালয়টি কিছুদিন আগে সংস্কার করা হয়েছিল।
জেলা জাতীয় পার্টির নেতাদের অভিযোগ, রাত ৯টার পর নেতাকর্মীরা কার্যালয় ত্যাগ করার কিছুক্ষণের মধ্যেই একদল মোটরসাইকেল আরোহী এসে হামলা চালায়। সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক করতে পারেনি।
যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান সরকার স্বপন বলেন, হামলার সঙ্গে ৬ ফেব্রুয়ারির ঘটনার সঙ্গে জড়িতরা নেই, তবে সন্দেহভাজন হিসেবে অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের দায়ী করছেন তারা। প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
এ ঘটনার প্রেক্ষিতে সংগঠনের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। নেতারা জানান, গত বছর রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক আত্মগোপনে আছেন এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় তারা কোনো সহায়তা করছেন না। বর্তমানে নিজেদের অর্থে অফিস পরিচালনা করছেন কর্মরত নেতারা।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, শুক্রবার রাতে কে বা কারা অফিসের কিছু অংশ ভাঙচুর করেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহর মন্তব্য পাওয়া যায়নি। সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর জানিয়েছেন, তিনি দেশের বাইরে আছেন এবং এ বিষয়ে কিছু জানেন না।