সিলেটের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি : অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার
সিলেটের গোয়াইনঘাটে নদীপথে বালুবাহী বাল্কহেড আটকে চাঁদা আদায়ের অভিযোগে যৌথবাহিনীর অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৬ জুলাই) দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনী, থানা পুলিশ ও নৌ পুলিশের যৌথ অভিযানে লেংগুড়া ইউনিয়নের গোয়াইনঘাট নদীপথ থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও চাঁদাবাজিতে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে। অভিযুক্তরা হলেন: ইকবাল হোসেন ইমন, কুদরত উল্লাহ, তোফায়েল আহমদ, বদর উদ্দিন, সুলেমান ও রহিম উদ্দিন।
প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারের ইজারাকৃত বালু মহাল থেকে বালু উত্তোলনের পর প্রায় দুই শতাধিক বাল্কহেড আটকে রাখে আজমল হোসেনের নেতৃত্বাধীন একটি চক্র। বিষয়টি নিয়ে ইজারাদারদের সঙ্গে আলোচনায় ব্যর্থ হয়ে শনিবার নৌশ্রমিকরা চাঁদাবাজির প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ করেন। অভিযানে আজমল হোসেন পালিয়ে গেলেও তার ছয় সহযোগীকে আটক করে যৌথবাহিনী।
গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে দেশীয় অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানে নেতৃত্ব দেওয়া ইউএনও রতন কুমার অধিকারী বলেন, অবৈধভাবে বাল্কহেড আটকের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। নদীপথে চাঁদাবাজি প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।