চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষ থেকে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ আগস্ট) দুপুরে ক্লাবের গেস্ট হাউসের একটি রুম থেকে তাকে অচেতন অবস্থায় পাওয়া হয়। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার রাতে তিনি ক্লাবের একটি রুমে অবস্থান করছিলেন। পরদিন দুপুর পর্যন্ত রুম থেকে বের না হওয়ায় সন্দেহ হলে ক্লাবের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে রুম খুলে সাবেক সেনাপ্রধানকে বিছানায় অচেতন অবস্থায় পাওয়া যায়।
চট্টগ্রাম ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ উদ্দিন বলেন, “তিনি একাই অবস্থান করছিলেন। অনেক বেলা পর্যন্ত সাড়া না পেয়ে উদ্বেগ তৈরি হয়। পরে পুলিশ ও সিএমএইচের চিকিৎসকদের উপস্থিতিতে দরজা খুলে তাকে উদ্ধার করা হয়।”
চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, “সিএমএইচ চট্টগ্রামের একটি চিকিৎসক দল এসে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে।”
প্রসঙ্গত, এম হারুন-অর-রশীদ ২০০০ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের অন্যতম বীর এই সেনা কর্মকর্তা তার দীর্ঘ কর্মজীবনে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।