গণঅভ্যুত্থান দিবসসমূহ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সাতক্ষীরা জেলা বাস্তবায়ন কমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাসেম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আরাফাত হোসেন ও মুখপাত্র মোহিনী তাবাসসুম প্রমুখ।
সভায় সরকার ঘোষিত কর্মসূচি অনুযায়ী ১৪ জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত বিভিন্ন আয়োজনের সময়সূচি নির্ধারণ করা হয়।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে:
১৪ জুলাই: ‘জুলাই ওমেনস ডে’ পালন ও স্মৃতিস্তম্ভ স্থাপন
১৬ জুলাই: শহীদদের স্মরণে ‘স্ট্রিট মেমোরি স্টাম্প’ স্থাপন
১৮ জুলাই: প্রতীকী ম্যারাথন, শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা অগ্রভাগে থাকবেন
১৯ জুলাই: শহীদদের স্মরণে সংখ্যানুযায়ী গাছরোপণ
২১ জুলাই: মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে দোয়া মাহফিল ও স্মরণানুষ্ঠান
২৪ জুলাই: শিশু শহীদদের স্মরণে প্রাথমিক বিদ্যালয়ে কবিতা আবৃতি ও প্রতিযোগিতা
একইসঙ্গে মাধ্যমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন ও গ্রাফিতি প্রতিযোগিতা
২৮ জুলাই: রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প
৩১ জুলাই: কলেজ পর্যায়ে ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক আলোচনা
৩৪ জুলাই: ‘জুলাই’ নিয়ে চলচ্চিত্র প্রদর্শন
৩৫ জুলাই: ডিসি অফিসে সম্মুখসারির যোদ্ধাদের সংবর্ধনা ও সমাগম
৩৬ জুলাই: স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবারদের সম্মিলন এবং ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা
জেলা প্রশাসক মোস্তাক আহমেদ সভায় বলেন, “জুলাই বিপ্লবের প্রতিটি কর্মসূচি যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানকে এর জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।