বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষার ফি পুনর্নির্ধারণ করল স্বাস্থ্য অধিদপ্তর
দেশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার ফি নতুন করে নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আরটি–পিসিআর পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ফি ৫০০ টাকা।
স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বিভাগের লাইন ডিরেক্টর অধ্যাপক মো. হালিমুর রশিদের সই করা এক স্মারকে এ তথ্য জানানো হয়।
স্মারকে উল্লেখ করা হয়েছে, ১ জুলাই অনুষ্ঠিত একটি সভায় পরীক্ষার ফি পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, নির্ধারিত ফির বেশি আদায় করা যাবে না। নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।