লোহাগড়ায় একসঙ্গে তিন কন্যাশিশুর জন্ম, মা ও নবজাতকরা সুস্থ
নড়াইলের লোহাগড়ায় একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আলপনা খানম (২৪) নামের এক গৃহবধূ। বিয়ের তিন বছর পর শুক্রবার (৪ জুলাই) সকালে লোহাগড়ার একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তানদের জন্ম দেন তিনি।
আলপনা খানম নোয়াগ্রাম ইউনিয়নের নোয়াগ্রামের বাসিন্দা এবং খন্দকার সজীব হাসানের স্ত্রী।
জানা গেছে, শুক্রবার সকালে আলপনা খানম ক্লিনিকে ভর্তি হন। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা সিজারিয়ান অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এরপর গাইনী বিশেষজ্ঞ সার্জন ডা. স্বরূপ গোলদার, অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ডা. পান্থ বিশ্বাস ও অন্যান্য চিকিৎসকের সমন্বয়ে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়। এই সময় একসঙ্গে তিনটি কন্যাসন্তান জন্মগ্রহণ করে। মা ও নবজাতকরা সুস্থ আছেন।
আলপনার স্বামী খন্দকার সজীব হাসান আনন্দ প্রকাশ করে বলেন, “আলহামদুলিল্লাহ, বিয়ের তিন বছর পর আমাদের সংসারে একসঙ্গে তিনটি কন্যাসন্তান এসেছে। আমি ও আমার পরিবার অত্যন্ত খুশি। সবার কাছে আমাদের সন্তানদের জন্য দোয়া চাই।”
ক্লিনিকের জেনারেল ম্যানেজার মো. ইব্রাহিম জানান, শুক্রবার সকালে রোগী ভর্তি হওয়ার পর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। সফল সিজারিয়ানের মাধ্যমে তিনটি কন্যাসন্তানের জন্ম হয় এবং বর্তমানে মা ও শিশু সবাই সুস্থ রয়েছেন। রোগীদের সর্বোচ্চ সেবা দিতে ক্লিনিক কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ।
চিকিৎসক ডা. স্বরূপ গোলদার বলেন, “রোগী শুরু থেকেই আমার তত্ত্বাবধানে ছিলেন। শুক্রবার সকালে ভর্তি হওয়ার পর সিজারিয়ান পদ্ধতিতে তিনটি কন্যাসন্তান জন্ম দেন তিনি। মা ও নবজাতকদের শারীরিক অবস্থা স্থিতিশীল।