মহিবুল ইসলাম বাঁধন ।।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল ২ আসনের বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা‘র করোনা পজিটিভ ধরা পড়েছে। দেশে করোনায় আক্রান্তের হার যখন বেশ উর্ধ্বমুখী, ঠিক তখনই এই ভাইরাসে আক্রান্ত হলেন দেশের কিংবদন্তি এই ক্রিকেটার।
বিভিন্ন সূত্রে যায়, গত ১৮ জুন মাশরাফি করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে ঢাকার শিশু হাসপাতালে তার নমুনা পরীক্ষা করা হয়। পরে পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পরে।
আপাতত মাশরাফি ঢাকায় নিজের বাসা মিরপুরে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন বলে জানা গেছে।
এ ঘটনায় তাঁর সতীর্থ, বন্ধু বান্ধব ও পরিবারের সবাই দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, গত ১৫ জুন মাশরাফির শাশুড়ি হোসনে আরা সিরাজ এর করোনা পজিটিভ ধরা পরে।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্বরত মাশরাফি করোনা প্রাদুর্ভাব শুরুর পর থেকেই নিরলস পরিশ্রম করে যাচ্ছিলেন। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছিলেন। নড়াইল জেলাকে করোনার থাবা থেকে মুক্ত রাখতে যখন লড়ছেন, তখনই তার দেহে মিলল এই মহামারী ভাইরাস।