Friday, July 18, 2025
33.6 C
Dhaka

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনে উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদন

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (OHCHR) একটি মিশন ঢাকায় স্থাপনের খসড়া সমঝোতা স্মারকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১১ জুলাই) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত ৩৩তম উপদেষ্টা পরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মিশন স্থাপন–সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

এর আগে গত ২৯ জুন উপদেষ্টা পরিষদে এ খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। সে সময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, ওএইচসিএইচআর-এর (OHCHR) সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। তিনি বলেন, “ওই সংস্থা গত বছর জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন জমা দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতেই আলোচনায় গতি আসে এবং এখন সেটি চূড়ান্ত পর্যায়ে।”

ড. আসিফ নজরুল আরও বলেন, খসড়া চুক্তিটি এখন জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ফলকার টুর্কের কাছে পাঠানো হবে। তার অনুমোদন মিললেই দ্রুত এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। শুরুতে তিন বছরের জন্য এই মিশন চালু থাকবে।

হেফাজতে ইসলামের উদ্বেগ
এদিকে জাতিসংঘের এ উদ্যোগকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক বুধবার সিলেটে এক সভায় বলেন, “বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পথ তৈরি করতে পারে। দেশের জনগণ এবং হেফাজতে ইসলাম এটি মেনে নেবে না।”

তিনি আরও দাবি করেন, এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব ও ধর্মীয় মূল্যবোধে আঘাত আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পর্যালোচনা
বিশ্লেষকদের মতে, মানবাধিকার পর্যবেক্ষণে জাতিসংঘের অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে। তবে দেশের অভ্যন্তরীণ সংবেদনশীলতা ও মতবিরোধ বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ কার্যকরভাবে বাস্তবায়নে সকল পক্ষের সঙ্গে পরামর্শ ও সংলাপ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

বরগুনায় ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, আক্রান্ত ছাড়িয়েছে ৪ হাজার

বদরুল ইসলাম (বরগুনা) বরগুনা জেলার ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরও...

স্বামীকে হত্যা করে বাড়ির উঠানে পুঁতে রাখলেন স্ত্রী, আসামে চাঞ্চল্য

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে এক নারীর হাতে স্বামী হত্যার...

সরকারি চাকরির বয়সসীমা ৩৫ করা হোক: একটি বাস্তবমুখী ও মানবিক দাবি

বদরুল ইসলাম বাংলাদেশের কোটি কোটি তরুণ শিক্ষিত হচ্ছেন, স্বপ্ন দেখছেন...

গাজায় পানির খোঁজে গিয়ে ৬ শিশুসহ ১০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

গাজায় পানির তীব্র সংকটের মধ্যেও থেমে নেই ইসরায়েলের হামলা।...

সাভারে মাদকের ভাগাভাগি নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে শিশু হত্যা

ঢাকার সাভারে মাদক সেবনের সময় ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে...

সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে প্রথমার্ধে ২–০ গোলে এগিয়ে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দারুণ শুরু ধরে রেখেছে বাংলাদেশ।...

পাকুন্দিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদের বেড়িবাঁধ এলাকায় নৌকা ডুবে নিখোঁজ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img