মেহেদী(ময়মনসিংহ):- উপজেলা লেভেলে পরিচ্ছন্নতা আন্দোলন ছড়িয়ে দিতে বিডি ক্লিন ময়মনসিংহ টিম কাজ শুরু করেছে,বিডি ক্লিন ময়মনসিংহ টিমের নিয়মিত পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক কাজের অংশ হিসেবে আজ সকাল ১০ ঘটিকায় প্রথম বারের মতো ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা ঐতিহ্যবাহী মুক্তাগাছা আর কে সরকারী উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা বিষয়ক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে বিডি ক্লিন ময়মনসিংহ টিমের সদস্য ও সকল শিক্ষার্থীরা সহ উপস্থিত থাকেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) কৃশিবিদ মো: নজরুল ইসলাম, ময়মনসিংহ বিভাগের বিডি ক্লিন ময়মনসিংহের সমন্নয়ক এডভোকেট মতিউর রহমান ফয়সাল,ময়মনসিংহ জেলার বিডি ক্লিন ময়মনসিংহের সমন্নয়ক মো: অাবু অাল সাঈদ সিফাত।
ছাত্র সমাবেশ শেষে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা পরিচ্ছন্ন মুক্তাগাছা গড়ে তুলার লক্ষ্যে শপথ পাঠ করেন, পরিচ্ছন্নতা শপথ বাক্য পাঠের মাধ্যমে শুরু হলো “ক্লিন ক্যাম্পাস গ্রীন ক্যাম্পাস” কার্যক্রম। আগামী ২৬ তারিখে মুক্তাগাছায় পরিচ্ছন্নতা কর্মসূচী
অনুষ্ঠিত হবে।