অনলাইন ডেস্ক:
আজ ১লা মার্চ, শুক্রবার বন্দরনগরী চট্টগ্রামের চেরাগীপাহাড় মোড়ে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম এর সদস্যরা হুমকি ও হয়রানির প্রতিবাদে রাজপথে অবস্থান কর্মসূচী পালন করেছেন।
২০১৮ সালের ১৫ ডিসেম্বর তারিখে সন্ধ্যায় চেরাগীপাহাড় মোড়ে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম এর আয়োজনে শহীদ স্মরণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিরোধী পান্ডুলিপি পাঠ করা হয়েছে। এসময় বোধনের উপস্থিত সদস্যরা তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ করে। আর যার ফলস্বরুপ বোধনের প্রতিবাদকারী সদস্যদের বিরুদ্ধে পরবর্তীতে বিভিন্নভাবে হুমকি ও হয়রানি এবং বিবিধ অপপ্রচার ও প্রপাগান্ডার সম্মুখীন হতে হচ্ছে।
আর এধরনের নিন্দিত কারণে আজ চেরাগীপাহাড় মোড়ে বিকেল সাড়ে ছ’টায় সর্বস্তরের সংস্কৃতিমান সদস্যদের অবস্থান কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
এসময় বোধনেরকর্মীরা কবিতা এবং কথায় তাদের অবস্থান কর্মসূচী তুলে ধরেন। কখনো মৌনতা কিংবা কখনো কবিতার উপস্থাপনে এ অবস্থান কর্মসূচীর মূলকারণ সকলের নিকট স্পষ্টভাবে তুলে ধরা হয়।
আর এ সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ত্রাণ কবিতা, দুঃসময় কবিতা, কবি মাহবুব উল আলম চৌধুরীর কাঁদতে আসিনি- ফাঁসির দাবী নিয়ে এসেছি কবিতা এবং সবশেষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তরমম বিকশিত কর কবিতা দিয়ে বোধন সদস্যরা তাদের আজকের এ অবস্থান কর্মসূচী সমাপ্ত করেন।