রাশেদুল ইসলাম:
“এসো ভাগাভাগি করি ঈদের আনন্দ, সুবিধাবঞ্চিতদের জীবনে দিই নতুন এক ছন্দ” এই প্রতিপাদ্যে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে কোরবানি ঈদের খুশি ভাগাভাগি করলো এক্স-ক্যাডেট এসোসিয়েশন, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম।
আজ ২৪শে আগস্ট শুক্রবার বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্রখ্যাত রেলওয়ে স্টেশন চত্বরে সামাজিক সংগঠন “আলোর আশা ফাউন্ডেশন” এর সহযোগিতায় প্রায় ৪০ জন সুবিধাবঞ্চিত শিশুদের সাথে দিনব্যাপী কোরবানির ঈদ ভাগাভাগি করতে উপস্থিত ছিলেন এক্স-ক্যাডেট এসোসিয়েশন, সরকারি কমার্স কলেজের অর্ধশতাধিক সদস্য।
এক্স-ক্যাডেট এসোসিয়েশনের আহবায়ক কমিটির সভাপতি মোঃ সাব্বির খানের সভাপতিত্বে, মোঃ রুহুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে ও মোঃ সিরাজাম মুনিরের সঞ্চালনায় উক্ত মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোঃ সদরুল হুদা সানি, বিশেষ অতিথি হিসেবে মোঃ সেলিম মিয়া, মোঃ শহিদুল আলম, মোঃ মহিউদ্দিন, সেলিম ভূঁইয়া, ফাইজা কামাল, খাইরুন নাহার এনি সহ প্রমুখ।
অতিথিরা ক্যাডেটবৃন্দদের নিজের উৎকর্ষসাধনের পাশাপাশি অবসর সময়ের কিছু অংশ সমাজ ও দেশের সেবায় ব্যয় করার জন্য জোর তাগিদ দেন। পাশাপাশি সপ্তাহে দুই দিন সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষাদানের জন্য আহবান করেন।
সবশেষে উপস্থিত সকল সুবিধাবঞ্চিত শিশু ও দুস্থদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।