মেহেদী হাসান(ময়মনসিংহ) ময়মনসিংহের মুক্তাগাছায় পালকী, সিএনজি পরিবহন চক্রের কাছে যাত্রীরা জিম্মি হয়ে পড়েছে। বিভিন্ন অজুহাতে যাত্রীদের কাছ থেকে দুই-তিন গুণ বেশি ভাড়া আদায় করার জন্য চালকদের বাধ্য করা হচ্ছে। বিভিন্ন যায়গায় পৌর টুলের নামে চাদাবাঝি ও জিপির নামেও আমদানী বেশি নেওয়ার কথা বলে চালকরা যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুণতে বাধ্য করে।
এ নিয়ে অনেক সময় যাত্রী ও চালক-হেলপারদের মধ্যে বাদানুবাদ এমনকি হাতাহাতির ঘটনাও ঘটতে দেখা যায়।এ অবস্থা স্থানীয় প্রশাসনকে কোনো উদ্যোগ নিতেও দেখা যায় না।
মুক্তাগাছা উপজেলা থেকে ময়মনসিংহ জেলা শহড়ে যাওয়ার ভাড়া প্রাথমিক অবস্থায় পালকি ২০ টাকা ও সিএনজি ৩০ টাকা র্নিধারিত ছিলো,কিন্তুু এখন প্রতিদিন নানা অজুহাতে এই ভাড়া ঘন্টায় ঘন্টায় দুই থেকে তিনগুন বৃদ্ধি করে যাত্রীদের কাজ থেকে যোর পূর্বক আদায় করা হচ্ছে ।মালিক সমিতি বা প্রশাষণ থেকে ভাড়া র্নিধারন করে দেওয়ার কথা থাকলেও তা করা হচ্ছে না, এর ফরে চালকরা যাত্রীদের কাজ থেকে দুই থেকে তিনগুন ভাড়া আদায় করতে কোন পরোয়া করছে না ।
এ অবস্থায় যাত্রীদের সাথে কথা বলে যানা যায়,প্রতিদিনই ভাড়া বৃদ্ধি করা হয়,এবং যাত্রীদের কে জিম্মি করে তা আদায় করা হয়,যাত্রীদের দাবি দ্রুত মুক্তাগাছা-ময়মনসিংহ রোটের ভাড়া র্নিধারন করা যাতে যাত্রীদের বেশি ভাড়া গুনতে না হয়।
গাড়ী চালকদের সাথে কথা বলে জানা যায়,মুক্তাগাছা-ময়মনসিংহ রোটে বিভিন্ন স্থানে পৌর টুলের নামে বেনামে চাদা আদায় সহ পরিবহন চক্রের একটি অংশ চালকদের কাজ থেকে বেশি টাকা আদায় করার ফলে তারা যাত্রীদের কাজ থেকে ভাড়া বেশি আদায় করে থাকে।
সঠিক ভাড়া নির্ধারন ও বেশি ভাড়া আদায়কারী যানবাহনের চালক সহ পৌর টুলের নামে বেনামে চাদা আদায় কারীদের বিরুদ্ধে প্রশাসন শীঘ্রই ব্যবস্থা নেবে বলে মনে করেন যাত্রীরা।