নাহিদ আহসান
খুলনা,গাজীপুরের পর নগরপিতার অপেক্ষায় এখন রাজশাহী,সিলেট ও বরিশাল। রাত পোহালেই শুরু হবে নতুন নগরপিতা নির্বাচন পরীক্ষা। তিন সিটিতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ,যেন রাত পোহালেই তাদের উৎসব। উৎসবের আমেজও ছড়িয়ে পড়েছে পুরো বরিশাল,রাজশাহী ও সিলেটে। নির্বাচনের নিয়মানুযায়ী গতো রাতেই শেষ হয়েছে তিন সিটির প্রার্থীদের সর্বোস্তরের প্রচারণা। দেখার পালা এখন মানুষের মন জয় কে কে করতে পেরেছেন এবং কে হতে যাচ্ছেন নতুন মেয়র! আগামীকাল সোমবার ভোট অনুষ্ঠানের সব ধরণের প্রস্তুতি ইতিমধ্যেই সেরে ফেলেছে নির্বাচন কমিশন ( ইসি ),উৎসবমুখর পরিবেশকে ঘিরে তৈরী করা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়ও,যেন উৎসবে কোনোরকম বাজে পরিস্থিতির সৃষ্টি না হয়।
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন :
৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন ভোটার রয়েছে রাজশাহী সিটিতে। ভোট দেবেন ৩০ টি ওয়ার্ডের ১৩৮ টি কেন্দ্রে। পছন্দের তালিকার শীর্ষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ এইচ এম খাইরুজ্জামান লিটন এবং বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেহ হোসেন বুলবুল। ইতিমধ্যে আইন শৃংখলা বাহিনীও মোতায়েন করা হয়ে গেছে সিটি কর্পোরেশন এলাকায়। ১৫ প্লাটুন বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৪০০০ সদস্য মোতায়েন থাকবে ভোটের দিন।
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন :
সিলেটের নতুন নগরপিতা কে হবেন? জনগণের পছন্দের শীর্ষে এখানেও নৌকা ও ধানের শীষের প্রার্থী। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বদর উদ্দীন আহমেদ কামরান ও বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। সিলেটে ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। ২৭ টি ওয়ার্ডের ১৩৪ টি ভোটকেন্দ্রে ভোট দিতে পারবেন তারা। এখানেও ১৪ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। রাত পোহালেই নির্বাচন এবং তারপরেই জানা যাবে সিলেটের নতুন নগরপিতার নাম।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন :
তিন সিটির নির্বাচনী আমেজে পিছিয়ে নেই বরিশাল সিটিও। গতোরাতে প্রচারণা শেষ করেছেন সকল প্রার্থী। অপেক্ষা এখন রাত পোহাবার। ভোট দিতে পারবেন ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন। ৩০ টি ওয়ার্ডের ১২৩ টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আওয়ামীলীগ এর প্রার্থী হিসেবে লড়বেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং ধানের শীষে লড়বেন মজিবুর রহমান সারোয়ার। নতুন মেয়র দেখার অপেক্ষায় বরিশালও সময় গুনছে।