হজ যাত্রার পঞ্চম দিনেও নির্বিঘ্নে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়ছেন হজ যাত্রীরা।
মঙ্গলবার রাত ৩ টা ১৫ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের পঞ্চম দিনের প্রথম ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়। এখন পর্যন্ত ৪টি ফ্লাইট ছেড়ে গেছে। আজ বাংলাদেশ বিমান ও সৌদি এয়ালাইন্সের ১৩টি ফ্লাইটে ঢাকা ছাড়বেন হজযাত্রীরা।
এর মধ্যে বাংলাদেশ বিমানের ৬টি এবং সৌদি এয়ারলাইন্সের ৭টি হজ ফ্লাইট ছাড়ার কথা রয়েছে। হজযাত্রা নিয়ে এখন পর্যন্ত কোন অব্যবস্থার অভিযোগ করেননি হজযাত্রীরা।