সিরিজ জয় নিশ্চিত করতে, পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়েকে পেছনে ফেলে, ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে তারা। ওয়ানডে সিরিজেও দুর্দান্ত সূচনা হয়েছে সরফরাজের দলের। প্রথম দুই ওয়ানডেতেই আধিপত্য বিস্তার করে জিতেছে তারা। ব্যাট হাতে দারুণ সময় পার করছেন ইমাম-উল-হক ও ফখর জামান।
বল হাতে ছন্দে আছেন উসমান খান, হাসান আলি ও শাদাব খানরা। দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যে বেশ আত্মবিশ্বাসী তারা। অন্যদিকে, সিরিজে টিকে থাকতে ঘুরে দাঁড়াতে চায় জিম্বাবুয়েও। যদিও সেটা একেবারেই সহজ হবেনা। অঘটন ঘটাতে দায়িত্ব নিয়ে খেলতে হবে সিনিয়রদের।
ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায় ।