রাশেদুল ইসলাম
হাটি হাটি পা করে চারবছর পেরিয়ে ৫ম বছরের যাত্রা শুরু করল রোটার্যাক্ট আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর প্রথম ও রোটারী ক্লাব অব চিটাগাং চিটাগাং সেন্ট্রালের স্পন্সরকৃত ক্লাব রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল টাউন।
শনিবার ১৪ই জুলাই বন্দরনগরী চট্টগ্রামের মেহেদীবাগস্থ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ইনিস্টিটিউট অফ গ্লোবাল ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম (আইজিএমআইএস) এর মিলনায়তনে বছরের উদ্বোধনী ও ক্লাবের নিয়মিত সভা ক্লাব সভাপতি রোটার্যাক্টর মোঃ ইব্রাহিম বকর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভার প্রথম ভাগে পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত গাওয়ার পরে ২০১৮-১৯ রোটাবর্ষের জন্য নবনির্বাচিত সভাপতি রোটার্যাক্টর তার নেতৃত্বে অংশ নেয়া নতুন বোর্ড অব ডিরেক্টরদের পরিচয় করিয়ে দেন।
ক্লাব সচিব রোটার্যাক্টর বজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের সহ-সভাপতি রোটারীয়ান মোঃ আব্দুর রাজ্জাক, রোটারী ক্লাব অব চিটাগাং রোজ গার্ডেনের সভাপতি রোটারীয়ান ডাঃ মোহাম্মদ হাসান আরিফ, রোটার্যাক্ট আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর সচিব রোটার্যাক্টর এম.এ আহাদ। এছাড়াও রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং সাগরিকার সভাপতি রোটার্যাক্টর মোমেন উদ্দিন, রোটার্যাক্ট ক্লাব অব ইসলামাবাদের সভাপতি রোটার্যাক্টর মোহাম্মদ মিশকাত, রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং সাউথের সহ-সভাপতি রোটার্যাক্টর রেহনুমা আক্তার উপস্থিত ছিলেন।
চলমান বিশ্বের আলোচিত দেশ ক্রোয়েশিয়ার উপর কুইজ প্রতিযোগিতা আয়োজন করেন ক্লাব কোষাধ্যক্ষ রোটার্যাক্টর রাশেদুল ইসলাম। এসময় ক্লাবের যুগ্ম সচিব রোটার্যাক্টর হাসান আলী, সদস্য রোটার্যাক্টর তবরেজ আলী, রোটার্যাক্টর মুমিনুল ইসলাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।