আনিস মিয়া,
বাবা-মায়ের আদরের ছোট মেয়ে তাসনীয়া ফাইরোজ।সবাই আদর করে ফিহা নামেই ডাকে।
শান্তশিষ্ট চটপটে মেয়ে ফিহা। যারা ভবিষ্যৎ তে অপার সম্ভাবনা পড়াশোনা করে বড় হবে মানুষের সেবা করবে।
কিন্তু বিরল এক রোগে যেন সব সম্ভাবনাই অংকুরে বিনষ্ট হয়ে যাচ্ছে।
পবিত্র শবেবরাতে হঠাৎ করেই ফিহা বলছে আম্মু আমরা ভালো লাগছে না শরীরে কেন কেমন যেন লাগছে, আমি কথা বলতে পারছি না, বলতে বলতেই মাটিতে পাড়ে যায় ছোট এই মেয়েটি, পরে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
দিন যত যাচ্ছে অবস্থার যেন আরো খারাপের দিকে যাচ্ছে। পরে ময়মনসিংহ মেডিকেল থেকে রেফাট করা হয় ঢাকা মেডিকেলে।
সেখানে বলা হয় এই রোগের নাম “প্লাস্টিক এনিমিয়া।”
রোগের লক্ষন:- স্কিনে লালচে দানা,দানা রেস।
দাঁতেরর গোড়ায় দিয়ে রক্ত আসে এবং শরীরের বিভিন্ন অংশে চাকা অাকারে রক্ত জমাট বাঁধা।
ছোট এই মেয়েটি এই কঠিন রোগে ভুগছে শরীরে রক্ত উৎপাদন এখন বন্ধ।
ডাক্তার জানিয়েছে বাংলাদেশে এ রোগের চিকিৎসা করা যায় না। বাংলাদেশে এই কোন চিকিৎসা নেই। মেরু ট্রান্সফারেশন করতে হবে। যা একমাত্র সিঙ্গাপুরে করা যায় বলে ডাক্তার জানিয়েছে।
যা খুব ব্যায়বহুল এক কোটি বিশ লক্ষ টাকা খরচ হবে বলে ডাক্তার জানিয়েছেন।
যা ফিহার পরিবারের জন্য খুবই কষ্টকর, এখন পরিবারটি মানবিক আবেদনের জন্য সরকারের কাছে এবং সমাজের সকলের কাছে সহযোগীতা প্রার্থনা করছেন।
ছোট মেয়ে ফিহা যে সুস্থ ফিরতে চায় স্বাভাবিক জীবনে।
মোছাঃ তাসনীয় ফাইরোজ (ফিহা)
পিতা:- মোঃ ফেরদৌস আলম
মাতা:- মোছাঃতাছলিমা আক্তার (কল্পনা)
ময়মনসিংহ বাইপাস রোড সংলগ্ন, ত্রিশাল ময়মনসিংহ সদর।
মাতা :- তাসলিমা আক্তার
সঞ্চয়ী হিসাব নং:- ১৩০০১
রুপালি ব্যাংক লিমিটেড, ত্রিশাল শাখা, ময়মনসিংহ।
বিকাশ নাম্বার :- ০১৭১৪৮০৪২৭৯