আজ রাশিয়া বিশ্বকাপের ফাইনালে মাঠে নামছে ফ্রান্স ও ক্রোয়েশিয়া,২০ বছর আগে ১৯৯৮ সালে নিজেদের মাটিতে ফ্রান্স জেতে তাদের প্রথম বিশ্বকাপ। সেবার ব্রাজিলকে ৩-০ গোলে হারায় তারা। লুজনিকিতে ফাইনালের মঞ্চে এবারও তার পুনরাবৃত্তি চান সমর্থকরা। তারুণ্য নির্ভর দল এবার শিরোপা নিয়েই ঘরে ফিরবে; এমন প্রত্যাশার কথা শোনান স্থানীয় ফরাসিদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও।
এবার তৃতীয়বারের মতো বিশ্ব আসরের ফাইনালে খেলছে ফ্রান্স, ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০০৬ সালেও ফাইনালে খেলে দলটি। তবে সেবার শিরোপা না জেতায় হতাশায় ডুবতে হয়। কিন্তু এবার সে হতাশায় ডুবতে চান না সমর্থকরা।
এবার ফ্রান্স শুরু থেকেই খুব ভালো খেলেছে,সমর্থকরা বলেন আশা করছি ফাইনালেও ফ্রান্স জয়লাভ করবে।