পবিত্র হজ্ব পালনে আজ দ্বিতীয় দিনের মতো সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ছেন মুসল্লিরা, রোববার (১৫ জুলাই) ভোররাতে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে দ্বিতীয় দিনে প্রথম হ্জ্জ ফ্লাইট ছেড়ে যায়।
সকাল ৮টা পর্যন্ত বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের ৭টি বিমান ছেড়ে গেছে। তবে যাত্রীদের কোনো ভোগান্তির চিত্র দেখা যায়নি। এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা এসে জড়ো হচ্ছেন আশাকোনা হজ ক্যাম্পে।
শনিবার হজযাত্রার প্রথম দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে সরকারি ও বেসরকারি মিলিয়ে ১০টি হজ ফ্লাইট। আগামী ১৫ আগস্ট হজ ফ্লাইট শেষ হবে। এবছর বাংলাদেশ থেকে প্রায় এক লাখ ২৭ হাজার মুসল্লি হজে যাবেন। আগামী ২৭ আগস্ট থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হবে।