Thursday, July 31, 2025
28.4 C
Dhaka

রাশিয়া বিশ্বকাপঃ শেষের আগে কেমন চলছে মস্কোর প্রস্তুতি

২০১৮ ফুটবল বিশ্বকাপ শেষের পথে। ফাইনাল ম্যাচ উপলক্ষে প্রস্তুত হচ্ছে মস্কো ও দু দলের সমর্থকরা।

ক্রোয়েশিয়ার জন্য উৎসবের মঞ্চটা বড়, প্রথমবারের মতো ফাইনালে ওঠার আনন্দে উদ্বেলিত দেশটির ফুটবল ভক্তরা।

মস্কোর লুঝনিকিতে ফাইনাল, তবে উৎসব আছে শহরের বিভিন্ন জায়গায়।

ক্রেমলিন, রেড স্কয়ারের মতো জায়গাগুলোতে ভিড় জমাচ্ছেন ফুটবল ভক্তরা।

রাশিয়ানদের মধ্যে বিশ্বকাপ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, রাশিয়ার এক শিক্ষার্থী সাশা বিবিসি বাংলাকে বলেন, ”রাশিয়া গর্বিত। এখানকার পরিস্থিতি গেলো মাসে খুব সুন্দর ছিল, আমরা আসলেই গর্বিত এমন আসর আয়োজন করে।”

বিশ্বকাপ এখন শেষ বাঁশির অপেক্ষায়, তাই শেষ আমেজটুকু উপভোগ করছেন স্থানীয় ও বিভিন্ন দেশ থেকে খেলা দেখতে আসা ফুটবল ভক্তরা।

পুরো মাস জুড়ে চলা ফুটবল মেলা ক্ষান্ত হবার আগে পুরোটা মন ভরে উপভোগ করতে চান রাশিয়ানরা। তারা মনে করেন রাশিয়ার জন্য এটা অনেক বড় একটা আসর। বিভিন্ন দেশের অতিথিদের আতিথেয়তা দিয়ে তারা গর্বিত।

রাশিয়া বিশ্বকাপের এক স্বেচ্ছাসেবক দারিয়া আন্দালফ বলেন, ”আমরা খুব উপভোগ করেছি। এখানে বিভিন্ন দেশের খেলোয়াড় এসেছে, বিভিন্ন দেশের মানুষের সাথে কথা বলেছি। রাশিয়ার জন্য এটা অনেক বড় ইভেন্ট। আমরা এই সময়টা মনে রাখবো।”

রাশিয়া বিশ্বকাপের সবচেয়ে বড় চমক ক্রোয়েশিয়া, নক আউট পর্বের ২ টি ম্যাচ পেনাল্টি শুটআউট ও একটি ম্যাচ অতিরিক্ত সময়ের উত্তেজনায় পাড় করে নিজেদের প্রথম বিশ্বকাপ ফাইনালে উঠেছে ক্রোয়েটরা।

এর আগে সংখ্যায় কম দেখা গেলেও সেমিফাইনালের পর লাল সাদা জার্সির আধিক্য চোখে পড়ার মতো।

একজন ক্রোয়েট নারী দারিয়া রাদালজভ বলেন, ”আমি আসলেই খুব আনন্দিত, ‘এটা আমাদের জন্য অনেক বড় কিছু। আমি বিশ্বাস করি, ক্রোয়েশিয়া জিতবে, এটা আমাদের সময়।”

ক্রোয়েশিয়ার আরেক সমর্থক মনে করেন ক্রোয়েশিয়ার মতো দেশের জন্য উপলক্ষটা অনেক বড়।

তিনি বলেন, ”আমরা খুবই উত্তেজিত, লুকা মদ্রিচ শুধু আমাদের না বিশ্বে সেরা মিডফিল্ডার আমরা ওদের ওপর ভরসা রাখি। আমরা অনেক ছোট দেশ মাত্র ২৮ বছর হল স্বাধীনতার। আমরা গোটা সময়টা উপভোগ করতে চাই।”

১৫ই জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে আয়োজিত হবে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মধ্যকার বিশ্বকাপ ফাইনাল।

ফরাসি সমর্থকরা শুরু থেকেই সংখ্যায় অনেক বড় থাকলেও, এবার বাড়তে শুরু করেছে ক্রোয়েশীয় ঢল। রাশিয়ানরাও প্রস্তুত আয়োজন ও আতিথেয়তা দিয়ে। প্রশ্ন একটাই, লুঝনিকিতে কে হাসবে শেষ হাসি? ফ্রান্স নাকি ক্রোয়েশিয়া?।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

এক বছরে আইনি সংস্কার, ডিজিটালাইজেশন ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে গতি—আইন মন্ত্রণালয়ের অর্জন তুলে ধরা হলো

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের এক...

“দুদকেও দুর্নীতি আছে, কমানোর চেষ্টা চলছে”—দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন...

সঞ্জয় দত্তের নামে ৭২ কোটি টাকার সম্পত্তি লিখে যান অন্ধভক্ত নিশা পাটিল, পরে যা ঘটলো

বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের প্রতি গভীর মুগ্ধতা থেকে...

সন্তানকে ‘জঙ্গি’ বলে কটাক্ষ: নীরব থাকলেন না অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য

ধর্মীয় সহিষ্ণুতার প্রশ্নে বারবার আলোচনায় আসা ভারতের টেলিভিশন অভিনেত্রী...

মাত্র ১৯ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্রিটিশ তরুণ অভিনেত্রী রোসা টেইলর

যুক্তরাজ্যের তরুণ অভিনেত্রী রোসা টেইলর (১৯) সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে...

“আমি জানতাম না আজ কী হতে যাচ্ছে”—প্রতিবাদের সেই ১ আগস্টের অভিজ্ঞতা জানালেন আজমেরী হক বাঁধন

দেশের সাম্প্রতিক আন্দোলন ও সামাজিক ইস্যুতে নিয়মিত সোচ্চার থাকা...

৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে বিরোধের মাঝেই দিল্লিতে কারিশমা কাপুর, সঙ্গে দুই সন্তান

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরকে সম্প্রতি দিল্লিতে তার দুই সন্তান...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img