মুক্তাগাছা উপজেলার ১০ নং খেরুয়াজানী ইউনিয়ন ৩নং ওয়ার্ড অংশে,খিলগাতী বাজার থেকে খিলগাতী ইসলামিয়া দাখিল মাদ্রাসা পর্যন্ত ছয় মাস যাবত রাস্তার বেহাল অবস্থা।
এই রাস্তায় প্রতিদিন হাজার হাজার মানুষ চলাফেরা করেন কিন্তু এখন, বৃষ্টির সময়ে হাটু পানি ও কাঁদা মাটির রাস্তায় চলাফেরা করতে খুবই ভূগান্তিতে আছে এই এলাকার মানুষ। খিলগাতী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা কাদা মাটি ও পানি দিয়ে মাদ্রাসায় যেতে সমস্যায় পরতে হয়।
রাস্তা খুড়া খুড়ির প্রায় ছয় মাস পার পলেও এথনো বালু দিয়ে ভরাট করা হয়নি রাস্তার বেশির ভাগ অংশ,এ অবস্থায় দূর্ভোগ এ পরেন এলাকার মানুষ।
পথচারীরা ও এলাকাবাসী বলেন ,রাস্তাটি উন্নয়নের লক্ষ্যে খুড়া শুরু করেন এক পর্যায়ে খুড়া খুড়ির পর দীর্ঘদিন ধরে রাস্তার বেশির ভাগ অংশে বালু দিয়ে ভরাট করা হয়নি। ঠিকাদার এর গাফিলতিতে এই অবস্থা বলে দাবী করেন এলাকাবাসী।
এ বিষয়ে ফেসবুকে একটি পোষ্ট করলে ১০ নং খেরুয়াজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মাজহারুল কমেন্ট এ বলেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদার কে তাগিত দেয়া হবে।
এলাকাবাসীর দাবী রাস্তার বেশির ভাগ অংশে বালু দিয়ে ভরাট ও সম্পূর্ণ কাজ দ্রুত যেন শেষ করা হয়।