মোঃ মেহেদী হাসান, গাইবান্ধাঃ
গাইবান্ধা বন্ধুসভার রঙ্গিন জামা কাপড় বিতরণের ধরনটা ছিল অন্যরকম। কোনো স্কুল কিংবা কলেজ মাঠে আনুষ্ঠানিকতা করে নয়, বিতরণ করা হয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, গ্রাম, পাড়া-মহল্লা ঘুরে ঘুরে। এভাবে গত ১২ জুন দিনভর ২১৬ জন অসহায় সুবিধা বঞ্চিত পথশিশুর মধ্যে ঈদের নতুন রঙ্গিন জামা, শার্ট-প্যান্ট, পাঞ্জাবি- পায়জামা বিতরণ করা হয়। বন্ধুসভার সদস্যরা তাদের টিফিন ও ইফতারের টাকা বাচিয়ে এবং ঈদ খরচ কম করে সুবিধা বঞ্চিত শিশুদের রঙ্গিণ জামা দেয়।
১২ জুন মঙ্গলবার সকাল ১০টা। বন্ধুসভার সদস্যরা সমবেত হয় শহরের ডিবি রোডের গাইবান্ধা বন্ধুসভার অস্থায়ী কার্যালয়ে। সেখান থেকে সাড়ে ১০টায় যাত্রা। কারও হাতে কন্যাশিশুদের জামা, কারও হাতে ছেলে শিশুদের শার্ট-প্যান্ড এবং কারও হাতে পায়জামা-পাঞ্জাবির ব্যাগ।
বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন গাইবান্ধা বন্ধুসভার সভাপতি নাহিদ হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক আলমগীর কবির ও হারেজ উদ্দিন জিলাদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, অর্থ সম্পাদক মেহেদী হাসান সরকার, যোগাযোগ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সনজিত কুমার, সাহিত্য সম্পাদক নুর ইসলাম, সদস্য রাসেল সরকার, ওবায়দুর সরকার, মিল্লাত হোসাইন, অন্তর মহন্ত, এরশাদ মিয়া, রিপন আকন্দ, আতিকুর রহমান প্রমুখ।
ঈদে নতুন জামা পেয়ে কি করবে জানতে চাইলে গাইবান্ধা সদর উপজেলার তালতলা গ্রামের জনি মিয়া জানায়, ঈদেরদিন গায়ে দেব। একই গ্রামের বাশার মিয়ার (৭) মা ভিক্ষে করছে, শিশুটি উদোম গায়ে রাস্তায় ঘুরছে। তাকে একটি নতুন রঙ্গিন শার্ট দেওয়া হলে সে খুশিতে দৌঁড়ে মায়ের কাছে যায়। জামা পেয়ে সদর উপজেলার পুর্বকোমরনই গ্রামের শম্পা খাতুন (১০) জানায়, জামা পেলাম। ভাল লাগছে।