স্বপ্নদ্রষ্টা ‘ সংগঠনের পক্ষ থেকে আপনাকে জানাই পবিত্র মাহে রমজান এর অশেষ শুভেচ্ছা এবং শুভকামনা। ‘ স্বপ্নদ্রষ্টা ‘ একটি সমাজ কল্যাণমুখী, সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠন এবং সংগঠন সংশ্লিষ্ট মানুষজন স্বেচ্ছায় সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের সর্বপ্রকার কল্যাণে কাজ করে থাকে।
২০১৭ সালের ১৩ই এপ্রিল প্রতিষ্ঠা লাভ করা এ সংগঠন ইতিমধ্যে বিভিন্ন প্রকার সমাজ ও মানুষের কল্যাণকর কর্মকাণ্ডের উদ্যোগ নিয়েছে এবং সেবাপ্রদান ও করেছে। সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের নতুন জামাকাপড় প্রদান, ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা, দরিদ্র মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা এবং সমাজ সচেতনতামূলক নানা কর্মকান্ডের মধ্য দিয়ে এ সংগঠন মানবসেবায় এগিয়ে যাচ্ছে।
গতো বছরের মতো এই বছর ও ‘ স্বপ্নদ্রষ্টা ‘ সংগঠন আয়োজন করতে যাচ্ছে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য বিভিন্ন সহায়তামূলক অনুষ্ঠান।
★সুবিধাবঞ্চিত শিশুদের জন্য, ‘ শিশুদের ঈদ আনন্দ ২০১৮ ‘ আয়োজন করা হবে দুটি স্থানে।
– ঢাকার মিরপুর এবং
– গাজীপুরের কামারজুরী এলাকাতে।
যেখানে শিশুদের জন্য থাকবে নানা আয়োজন। শিশুদের পরিবারের জন্যে থাকবে ঈদের খাদ্যদ্রব্যাদী।
★ ঢাকার মিরপুরে দরিদ্র রিক্সাওয়ালাদের পরিবারের জন্যেও থাকছে ঈদের সুমিষ্ট খাদ্যদ্রব্য এবং নানা উপহার সামগ্রী।
★থাকছে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেহেদী উৎসব ও ঈদের উপহার বিতরণ।
★গাজীপুর শাখার প্রোগ্রামের সময়সূচি :
* ৮ ই জুন, ২০১৮। দুপুর ৩:০০ ঘটিকা থেকে বিকাল ৬:০০ ঘটিকা পর্যন্ত। *
স্থান : কামারজুরী ইউসুফ আলী হাই স্কুল।
★ঢাকার মিরপুরের সময়সূচি :
*১১ ও ১২ই জুন,২০১৮
দুপুর ২:০০ টা থেকে ৫:৩০ টা।*
স্থান : ধামালকোট আদর্শ উচ্চ বিদ্যালয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো : ওয়াকিল উদ্দিন (সদস্য,জাতীয় কমিটি,বাংলাদেশ আওয়ামীলীগ) সহ আরও অনেক সমাজসেবক বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে স্বনামধন্য অনলাইন নিউজ পোর্টাল চ্যানেল আগামী মিডিয়া পার্টনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।