মোঃ জুলকার নাইন মাহফুজ
বার্সা-রিয়াল ম্যাচ মানেই অন্য মাত্রার ফুটবল প্রদর্শনের ম্যাচ । বারুদে ঠাসা এ ম্যাচের জনপ্রিয়তা আকাশ চুম্বী। দর্শকদের কাছে যেমন এ ম্যাচ অত্যন্ত চিত্তাকর্ষক ঠিক তেমনিভাবে দুই দলের খেলোয়াড়দের মধ্যেও এ ম্যাচের চাহিদা অত্যাধিক ।
গতকাল রাতের এল ক্লাসিকোয় যা যা হয়েছে দর্শকরা তার জন্য দুই দলের খেলোয়াড়দের ধন্যবাদ দিতে পারেন তাদের পয়সা উসুল করে দেয়ার জন্য । তবুও শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি কোনো দলই। ২-২ সমতা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে মেসি, রোনালদোদের ।
ম্যাচের শুরুতেই সুয়ারেজের গোলে এগিয়ে যায় বার্সেলোনা । খেলার দশ মিনিটের মাথায় মাঝ মাঠ থেকে বল পেয়ে ডান প্রান্তে থাকা সার্জি রবার্তোকে পাস দেয় সুয়ারেজ। সার্জি রবার্তো বল পেয়ে ডান প্রান্ত থেকে ক্রস করেন সুয়ারেজের উদ্দেশ্যে । সুয়ারেজের এক্রোবেটিক শটে নাভাসকে প্রাস্ত করে বল জালে পাঠিয়ে বার্সাকে প্রথম গোল এনে দেন এই উরুগুইয়ান। তবে এর মিনিট চারেক পরই গোল হজম করতে হয় কাতালানদের । টনি ক্রুসের লম্বা পাস থেকে হেড করে ডি বক্সে থাকা রোনালদোর উদ্দেশ্যে বল বাড়ান বেনজেমা । সেখান থেকে গোল করে রিয়ালকে সমতায় ফেরান রোনালদো ।
দুই দলের গোলরক্ষকরা ছিল অতন্দ্র প্রহরী হিসেবে । নাভাস কিংবা স্টেগান কেউ কারো থেকে পিছিয়ে ছিলেন না । এই যেমন ২৭তম মিনিটে রোনালদোর শট পরাস্ত করেন স্টেগান । আবার ৪২তম মিনিটে মেসির শট আটকে গিয়ে খেলা সমতায় রাখেন নাভাস।
প্রথমার্ধের শেষ দিকে মার্সেলোকে ফাউল করে লাল কার্ড দেখেন সার্জি রবার্তো । ৫২তম মিনিটে লুইস সুয়ারেজের বাড়ানো বল থেকে মেসি গোল করে নার্সাকে ২-১ গোলের লিড এনে দেন । ৫৪তম মিনিটে সুয়ারেজের একটি গোল অফসাইডের কারণে বাতিল করে দেয় রেফারি । এদিকে আহত বাঘের মত একের পর এক আক্রমণ হানে রিয়াল মাদ্রিদ । ঘড়ির কাঁটা যখন ৭২ মিনিট ঠিক তখনই গ্যারেথ বেলের শটে কাঙ্খিত গোল পেয়ে যায় রিয়াল । এরপর আক্রমণ পালতা আক্রমণের পরেও কেউ আর গোলের দেখা পায়নি । দু দলকেই ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ।