Friday, August 1, 2025
30.9 C
Dhaka

একজন যাদুকর আর সৈনিকের গল্প

ফিদা আল মুগনি

বিদ্রোহী কবির কথা বললেই যে ছবিটা প্রথমেই মনে আসে সেটা হলো বাবরি চুলের ভাবুক চোখের একজন ব্যাক্তি।ছোট থাকতে যেমন পেয়ারা গাছের দিকে তাকিয়ে “খুকি ও কাঠবিড়ালি” পড়ে আমরা হেসেছি,আবার আমরাই ইকটু বড় হয়ে “সাম্যবাদী” পড়ে চোখমুখ লাল করে ফেলেছি।সেই বর্ধমানের চুরুলিয়ার দুখু মিয়া থেকে নজরুল হয়ে ওঠার গল্পটাও সবাই জানি কমবেশি ।

এবার নজরুলের ১১৮ তম জন্মবার্ষিকী। প্রতিবারের মত এবারও ধুমধাম করে সবাই পালন করবে দিনটা নজরুলগীতি গাইবে কেউ,কেউ কবিতা পড়বে। প্রতিবারের মতন এবারও দিনটা কবির জন্যই উৎসর্গ থাকবে। ভাবতে অবাকই লাগে,জীবদ্দশায় তিনি খুব কম ভালোবাসা পেয়েছিলেন তো বটেই, এমনকি তার অসুস্থ থাকাকালীন সময়েও সাহায্য কমই পেয়েছিলেন।

বেশিরভাগ বিখ্যাত মানুষদের মত কবিরও পড়ালেখার দিকে মন ছিলনা। ভালবাসতেন গান করতে, বাঁশি বাজাতে, এলাকার সবাইকে বিরক্ত করতে। নিজ চাচা বজলে করিমের লেটো দলের সাথে থেকেই উর্দু আর ফারসি ভাষার ব্যাবহারটা ঝালাই করে নেন তিনি । তারপর চায়ের দোকানে অথবা মসজিদে,কবিতা কিংবা গজল শুনিয়ে মুগ্ধ করেছেন সবাইকে । তারপর একদিন শুরু হয় বিশ্বযুদ্ধ । নজরুল এবার হাতে কলম ছাড়াও তুলে নেন অস্ত্র । অবশ্য সহকর্মীদের কবিতা আর গান শুনিয়ে বরাবরই মুগ্ধ করে রাখতে পারতেন তিনি ।১৯১৭ থেকে১৯২০ পর্যন্ত প্রায় আড়াই বছর সেনাবাহিনীতে থাকার পর যুদ্ধ শেষ হলে কলকাতায় ফিরে আসেন । কলকাতায় ৩২ নং কলেজ স্ট্রিটে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির আপিসে থাকতে শুরু করেন,এখানেই শুরু হয় তার সাহিত্যিক হিসেবে আত্বপ্রকাশ । এখান থেকেই মোসলেম ভারত,বঙ্গীয় আর নান পত্রিকায় লেখা শুরু করে বিশিষ্টদের নজরে আসেন।

নজরুলেই বেশিরভাগ রচনায় দেখা যায় সাম্যের কথা, জীবনের কথা অথবা বিদ্রোহের কথা ।অসহযোগ আন্দোলন চলার সময় পুরোদস্তুর রাজনৈতিক কর্মী হিসেবে আত্বপ্রকাশ করেন । মজার ব্যাপার হলো এখানেও তার কাজ ছিল সভায় যাওয়া আর শোভাযাত্রায় গান গাওয়া । ব্যাপারটা খুবই অন্যরকম লাগে যখন মনে মনে চিন্তা করি কবি নজরুল সবার সামনে বসে “ভিক্ষা দাও ভিক্ষা দাও” গান গেয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছেন । তারপর আসে তার সেই ১৯২২ সাল । বিদ্রোহী কবিতা,সেই “বিদ্রোহী” লিখার পর এবার সরকারের চোখেও পড়ে যান তিনি ।একই বছর নভেম্বরে যুগবাণী পত্রিকা বাযেয়াপ্ত করে তাকে শ্রীঘরে পাঠিয়ে দেয়া হয় ।

ব্যাক্তিগত জীবনে লাজুক ব্যাক্তিটি আদতে খুবই আত্বসম্মানবোধের অধিকারী । ঘরজামাই করার কথা শুনে তাই প্রথম স্ত্রী নার্গিসকে ফেলেই চলে আসেন প্রমীলা দেবীর কাছে।

১৯৪২ সাল । কবি নজরুল নবযুগের পাশাপাশি সাংবাদিকতাও করেন,এমন সময় আক্রান্ত হন সেই দুরারোগ্য পিক্স ডিজিজে । এত বড় মাপের একজন কবি হয়েও রোগের সময় পর্যাপ্ত চিকিৎসাতো পাননিই বরং চিকিতসার সময়ও ব্রিটীশ চিকিতসকেরা তার কাছে অনেক অর্থ দাবী করেন যা নিজের একার পক্ষে বহন করা সম্ভব ছিল না একদমই । ১৯৭১ সালে তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হয় এবং দেশে নিয়ে আসা হয় । ১৯৭৬ সালের ২৯ আগস্ট তাঁর জীবনাবসান ঘটে।

ছোট্ট কবিজীবনে তিনি মানুষকে শিখিয়ে গেছেন অনেক কিছুই । সাধারনের চিন্তাভাবনার ওপরে ছিলেন সবসময়ই কিন্তু সবার কথাই ভেবেছেন । ভাবলে অবাক হয়ে যেতে হয় ,কি করে করতেন তিনি এতকিছু,কি করে পারতেন ?

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

ভারত-ইংল্যান্ড ম্যাচে পাকিস্তানি ভক্তকে মাঠ ছাড়া করায় ল্যাঙ্কাশায়ারের দুঃখপ্রকাশ

ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের শেষ দিনে পাকিস্তানের জার্সি পরে...

ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে আমিরাত, অংশ নিচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান

এশিয়া কাপের ঠিক আগমুহূর্তে পাকিস্তান ও আফগানিস্তানকে নিয়ে একটি...

শুধু প্রত্যাশা নয়, ভালো প্রস্তুতিতেই হবে বিশ্বকাপে সাফল্যের চাবিকাঠি: শান্ত

বৈশ্বিক টুর্নামেন্টে ব্যর্থতার বৃত্ত ভাঙতে হলে কেবল প্রত্যাশা নয়,...

ওভাল টেস্ট থেকে ছিটকে গেলেন ক্রিস ওকস

ভারতের বিপক্ষে চলমান ওভাল টেস্টে ফিল্ডিং করতে গিয়ে বাঁ...

বিধানসভায় মোবাইলে ‘তাস খেলায়’ ধরা পড়ায় কৃষিমন্ত্রী মানিকরাও কোকাটেকে সরিয়ে দেওয়া হলো

মহারাষ্ট্রের বিধানসভায় অধিবেশন চলাকালীন মোবাইলে ‘জঙ্গলি রামি’ খেলতে ধরা...

ট্রাম্প নতুন শুল্ক কার্যকরের তারিখ পেছালেন সাত দিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাতে ৬৮টি দেশ এবং...

এশিয়ায় ট্রাম্পের শুল্ক নীতি: কোন দেশের অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এপ্রিল মাসে ঘোষিত নতুন শুল্ক...

কিয়েভে রুশ হামলায় নিহত ২৮, দুই বছরের শিশুও রয়েছে নিহতদের মধ্যে

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায়...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img