রাশেদুল ইসলাম
“Let’s create the revolution” এই স্লোগানের উপর ভিত্তি করে সমাজ পরিবর্তনের বিপ্লবে অংশ নিতে নীল টি-শার্ট গায়ে একঝাঁক তরুণ-তরুণী নিরন্তর ছুটে চলেছে দেশের একপ্রান্ত হতে অন্যপ্রান্তে। কেউ শারীরিকভাবে,কেউ মানসিকভাবে,কেউ বা আবার অনলাইন প্রচারণায় ব্যস্ত। যে যেভাবেই পারছে সেভাবেই তুলে ধরছে তাদের প্রাণপ্রিয় সংগঠন ইউথ’স ভয়েস কর্তৃক গতমাসে ঘোষিত হওয়া “ওয়ার্ল্ড মেন্সট্রুয়াল হাইজিন ডে” নিয়ে প্রচারণা।
নারীদের মাসিক স্বাস্থ্য নিয়ে সংকোচ,লজ্জা ও সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার দৃঢ়প্রত্যয় নিয়ে ইউথ ওয়ার্ল্ডওয়াইড ফাউন্ডেশনের অধীনে পরিচালিত ইউথ’স ভয়েস নামক স্বেচ্ছাসেবী সংগঠনটি বিশ্ব স্বাস্থ্য দিবসের মাসে পুরো দেশব্যাপী কাজ করে যাচ্ছে। সংগঠনের উচ্চপর্যায় থেকে তৃণমূল পর্যন্ত সকল সদস্যই প্রাণপ্রণে তাদের নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছেন যাতে আগামীতে বাংলাদেশে মহিলাদের শারীরিক স্বভাবজাত এই প্রক্রিয়াকে সমাজের সর্বস্তরের মানুষ ‘স্বাভাবিক’ ভাবেই নেয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুরো এপ্রিল মাসে ঢাকা মহানগরীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব উচ্চ বিদ্যালয়,ক্যাম্ব্রিয়ান স্কুল এন্ড কলেজ,চট্টগ্রাম নগরীর ইনিস্টিটিউট অফ গ্লোবাল ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম (আইজিএমআইএস),ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি,প্রেসিডেন্সী ইন্টারন্যাশনাল স্কুল,সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজ,ডাঃ খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,সিলভার বেলস গার্লস হাই স্কুল,সরাইপাড়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়,পূর্ব মাদারবাড়ি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়,পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,বান্দরবন জেলার বান্দরবন সরকারি উচ্চ বিদ্যালয়,বান্দরবন বালিকা উচ্চ বিদ্যালয়,কুমিল্লার চোওয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় ও চট্টগ্রামের সিইপিজেডের মাইডাস সেইফটি নামক একটি গার্মেন্টস ফ্যাক্টরির মহিলা শ্রমিকদের ও রাজশাহী,বরিশাল,খুলনাসহ দেশের প্রধান বিভাগীয় শহরগুলোতে মাসিক বিষয়ক সেমিনার ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
তরুণদের নেতৃত্বে শুরু হওয়া সংগঠনটির নেয়া এমন মহতী উদ্যোগে পাশে এগিয়ে এসেছে এসিআই লিমিটেড কোম্পানি,আবুল খায়ের গ্রুপ অফ কোম্পানিজ। দেশের শিল্পক্ষেত্রে অসামান্য অবদান রাখা এই দুই স্বনামধন্য কোম্পানি মাসিককালীন সময়ে করণীয় বিষয়ক প্রশিক্ষণ এবং সেমিনার আয়োজনের পাশাপাশি উক্ত কর্মসূচীসমূহে অংশগ্রহণকারী সকল ছাত্রী ও মহিলার মাঝে তাদের উৎপাদিত পণ্য যথাক্রমে স্যানিটারি ন্যাপকিন “ফ্রিডম” ও প্রক্রিয়াজাতকৃত গুড়ো দুধ “মাদার’স স্মাইল” বিনামূল্যে বিতরণ করেছে। এর পাশাপাশি সংগঠনটির স্ট্রাটেজিক পার্টনার হিসেবে ছিলো ইউএসএইড বাংলাদেশ।
উল্লেখ্য,মহিলাদের মাসিক প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের লক্ষ্যে শুরু হওয়া জনসচেতনতা বিষয়ক মাসব্যাপী সেমিনার ও সর্বশেষ ওয়াক ম্যারাথন এবং সাইকেল র্যালীর মাধ্যমে সম্পন্ন হওয়া এই ক্যাম্পেইনটি জাতীয় পর্যায়ে নজর কেড়েছে দেশের সর্বস্তরের মানুষের বিশেষ করে যুব সমাজের। আর দৃষ্টিভঙ্গি পরিবর্তনের এই বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে ইউথ’স ভয়েস।