আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছড়িয়ে সামরিক শক্তিতে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো একে অপরের মুখোমুখি অবস্থান করছে। চলছে বাকযুদ্ধ, পাশাপাশি ভয়ঙ্করসব মহড়া। আর তারই জের ধরে এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ও চীন। যে সব মার্কিন উপগ্রহ তাদের ক্ষেপণাস্ত্রগুলোকে রক্ষা করে ও যার সাহায্যে সেনার মধ্যে যোগাযোগ রক্ষা করা যায়, সেগুলো আটকানোর সিদ্ধান্ত নিয়েছে এই দুই দেশ। এমনটাই জানিয়েছে পেন্টাগন।
এ ব্যাপারে এক রিপোর্টে বলা হয়েছে, মস্কো ও বেইজিং আগামী কয়েক বছরের মধ্যেই এই কাজ শেষ করবে। মহাকাশে সম্ভাব্য যুদ্ধের জন্যই এই “ধ্বংসাত্মক” অস্ত্র তৈরি করছে রাশিয়া ও চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দুই সদস্য জানিয়েছেন, মিলিটারি প্রভাব থামাতে এই অ্যান্টি স্যাটেলাই অস্ত্র ব্যবহার করা হবে। রিপোর্টে এমন তথ্যই প্রকাশ পেয়েছে। এফবিআই ও সিআইএ ও জাতীয় নিরাপত্তা সংস্থা এই রিপোর্ট প্রকাশ করেছে।
এই অ্যান্টি স্যাটেলাইট অস্ত্রগুলোতে থাকছে ব্যালেস্টিক মিসাইল। স্পেশ বেসড সিস্টেম যাতে ধ্বংস করা যায়, সেভাবেই এটি ডিজাইন করা হয়েছে। এর মধ্যে কাউন্টারস্পেশ টেকনোলজি রয়েছে।
রিপোর্টে জানানো হয়েছে, যদি ভবিষ্যতে রাশিয়ার বা চীনের সঙ্গে সংঘর্ষ হয় তাহলে এই স্যাটেলাইটগুলো যুক্তরাষ্ট্রকে সামরিক, বেসামরিক বা বাণিজ্যিক সুবিধা দেওয়া থেকে আটকাবে।