মোঃ মেহেদী হাসান, গাইবান্ধাঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় যৌন হয়রানির ইভটিজিং এর প্রতিবাদ করায় এক স্কুলছাত্রীর বড়ভাইকে পিটিয়ে আহত করেছে বখাটেরা।
গত (৮ এপ্রিল) রবিবার সকালে উপজেলার কামালের পাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্কুল শিক্ষক ও এলাকাবাসী সাংবাদিকদের জানান, কামালের পাড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে প্রতিদিন স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত করতো কয়েকজন বখাটে।
গতকাল শনিবার স্কুল থেকে ফেরার পথে বখাটেরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করে সে কথা না বললে তার ছবি ফেসবুকে পোস্ট করার হুমকি দেয় বখাটেরা।
এরপর আজ রবিবার সকালে ওই ছাত্রীর বড় ভাই কামালের পাড়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র স্কুলে যাওয়ার পর এ ঘটনার প্রতিবাদ করলে বখাটেরা তাকে এলোপাতারি মারধর করে।
এসময় স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ওই ছাত্রীর ভাইকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান সাংবাদিকদের জানান, এ ঘটনায় সাঘাটা থানায় মামলার প্রস্তুতি চলছে।