সুবহা বিনতে মতিন
দেশে বেশ কিছু সরকারি হাসপাতাল রয়েছে।যেসব চিকিৎসাকেন্দ্রে বিনামূল্যে সেবা প্রদান করা হয়।কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এইসব হাসপাতাল থেকে রোগীরা প্রত্যাশিত সেবা পাচ্ছেন না।যাত্রাবাড়ি থানার অধীনে সরকারি হাসপাতাল ‘মাতুয়াইল মা ও শিশু হাসপাতালে’ রোগীরা অপ্রত্যাশিত ভোগান্তিতে পড়ছেন।গত ১৯ এপ্রিল,বুধবার,সকাল ৮টায় হাসপাতালে গিয়ে দেখা যায় সেবা নিতে আগ্রহী রোগীদের দীর্ঘ লাইন।শিশু বহিঃবাভাগ বা টিকা কেন্দ্রের কোনো ডাক্তার সেখানে উপস্থিত ছিলেন না।হাসপাতাল নির্দেশিকায় সেবা দেওয়ার সময় সকাল ৮টা লিখা থাকলেও ডাক্তাররা সঠিক সময়ে উপস্থিত হন না।দায়িত্বরত কর্মচারিরা চ্যানেল আগামীকে জানান,সকাল ১০টার আগে কোনো ডাক্তার হাসপাতালে আসেন না।ইমারজেন্সি বিভাগেও একই অবস্থা দেখা যায়।অন্যদিকে রোগীদের এন্ট্রি টিকিট দ্বিগুন দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেন সেবা নিতে আসা এক রোগী। সেবা নিতে আসা রোগীদের কথা বিবেচনা করে র্কতৃপক্ষকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন রোগীরা।।