উত্তর কোরিয়া সরকারকে দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়ে দু’দেশের নেতার শীর্ষ বৈঠক অনুষ্ঠানের আগ্রহ প্রকাশ করেছে জাপান। ওদিকে, পিয়ংইয়ং এরই মধ্যে জাপানের নেতার সঙ্গে শীর্ষ বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে জাপানের আশাহি পত্রিকা। টোকিও উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে চায় বলে গত সপ্তাহে একটি খবর বেরোনোর পর দুপক্ষে শীর্ষ বৈঠক নিয়ে আলোচনার এ খবর এল।
কিম জং উনের সরকার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ‘কোরিয়ান ওয়ার্কার্স পার্টি’ নেতাদেরকে জাপানের সঙ্গে জুনের শুরুর দিকেই শীর্ষ বৈঠক করার সম্ভাবনা সম্পর্কে জানিয়েছে বলে জানানো হয়েছে পত্রিকার খবরে। জাপানের আশাহি পত্রিকাও একই সময়ে দুপক্ষের বৈঠক হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে। জাপানের সঙ্গে কূটনৈতিক কোনো সম্পর্ক না থাকার পরও দেশটির সঙ্গে উত্তর কোরিয়ার শীর্ষ বৈঠকের ব্যাপারে কিম এই প্রথম আগ্রহ প্রকাশ করলেন।
তবে জাপান সরকার উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ করার কথা জানালেও বৈঠকের খবরের ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছে। আশাহি পত্রিকার খবরের ব্যাপারে টোকিওর মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।
এর আগে মার্চের মাঝামাঝিতে জাপান সরকারের এক কর্মকর্তা দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠকের কথা ভেবে দেখা হচ্ছে বলে জানিয়েছিলেন। কয়েকদশক আগে উত্তর কোরিয়ায় অপহৃত জাপানি নাগরিকদের বিষয়টি নিয়ে আলোচনার উদ্দেশ্যেই এ বৈঠক করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি।
তবে বৈঠকটি হওয়ার আগে উত্তর ও দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার বৈঠকের দিকে গভীরভাবে নজর রাখছে জাপান। জাপানের ক্ষমতাসীন পার্টির এক আইনপ্রণেতা বলেছেন, আগের এ বৈঠকগুলো কেমন হয় তার ওপরই নির্ভর করছে আবে-কিম শীর্ষ বৈঠকের ভবিষ্যৎ।