প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী অনেক আগে থেকেই এগিয়ে ছিল। কিন্তু রাশিয়া ও চীনের প্রযুক্তিগত উন্নতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের পার্থক্যটা অনেকটা কমে আসায় সমকক্ষ শত্রুদের মোকাবেলায় কতটা সফল হবে তা নিয়ে চিন্তায় পড়েছে দেশটি। রাশিয়া ও চীনের আধুনিক সুপারসনিক অস্ত্রগুলোর মোকাবেলা করতে যুক্তরাষ্ট্র সক্ষম হবে না বলেও স্বীকার করেছেন।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তা জন ই হাইটেন। দেশটির কৌশলগত সেনা-কমান্ডের (স্ট্রাটকম) প্রধান জন ই হাইটেন নামে ওই কর্মকর্তা মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির সভায় এ তথ্য দিয়েছেন।
হাইটেন সিনেটের ওই কমিটিতে বলেছেন, রাশিয়া ও চীন শব্দের চেয়েও দ্রুত গতিসম্পন্ন অস্ত্রের প্রযুক্তি অর্জনের জন্য সক্রিয় রয়েছে এবং মার্কিন সরকার এ বিষয়ে কেবল তাদের নানা পরীক্ষার নীরব দর্শক হয়ে দেখছে।