মেহেদী হাসানঃ
ময়মনসিংহের মুক্তাগাছা থানা প্রাঙ্গনে আজ অনুষ্ঠিত হয়ে গেলো,ভোরের সূর্য শিশু ফোরাম,মুক্তাগাছা এর আয়োজনে এবং মুক্তাগাছা এরিয়া প্রোগ্রাম,গ্রেটার ময়মনসিংহ রিজিওন,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগীতায় It takes me এর উপর চিত্রাংকন প্রতিযোগীতা,আলোচনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান।
অনুষ্ঠানে ফয়সাল হাসান তানভীর এর সভাপত্তিতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সূর্বণা সরকার-উপজেলা নির্বাহী অফিসার,মুক্তাগাছা,ময়মনসিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব আলী আহম্মেদ মোল্লা-অফিসার ইনচার্জ মুক্তাগাছা থানা,জনাব কামরুন নাহার-উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মুক্তাগাছা,ময়মনসিংহ,জনাব মিহির হারুন-প্রধান উপদেষ্টা ভোরের সূর্য শিশু ফোরাম,জনাব প্রকাশ চাম্বুগং.এসিপি ম্যানেজার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মুক্তাগাছা প্রমুখ।
অনুষ্ঠানে সকাল ১১ ঘটিকায় চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠান এবং বিকেল ৩ ঘটিকায় আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।