মো: হামজার রহমান শামীম:
বাংলাদেশ স্কাউটস,শেরপুর জেলার ৬ষ্ঠ জাতীয় কমডেকা প্রস্তুতি ক্যাম্প ১৩ মার্চ ২০১৮ তারিখে ইন্তাজ আলী উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি ক্যাম্পে শেরপুর জেলার সদর উপজেলার কামারেরচর বাবনা খোজগঞ্জ উচ্চ বিদ্যালয়,নালিতাবাড়ী উপজেলার নলজোড়া ইন্তাজ আলী উচ্চ বিদ্যালয় ও তারাগঞ্জ দাখিল মাদ্রাসাসহ তিনটি স্কাউট দলের মোট ৩০ জন স্কাউট অংশগ্রহন করে।
অংশগ্রহনকারীদের ৩টি উপদলে ভাগ করা হয়। ক্যাম্পের পরিচালক হিসেবে স্কাউটার আবু তালেব মো: আকরাম এবং স্কাউটার মাসুদ করিম দায়িত্ব পালন করেন। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে স্কাউটার মাসুদ করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ স্কাউটস, জামালপুর জোনের সহকারী পরিচালক জনাব মোঃ হামজার রহমান শামীম উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ। অনুষ্ঠান পরিচালনা করেন গ্রুপের স্কাউট সোহেল।
প্রধান অতিথির বক্তব্যে বলেন- ক্যাম্পে স্কাউটরা সমাজ সেবামূলক কার্যক্রম করবে। তাতে শেরপুর জেলার দলগুলো যাতে ভাল করতে পারে তার জন্যই এ ক্যাম্পের আয়োজন। উদ্বোধনের পরে আনন্দ র্যালী করা হয়।
৬ষ্ঠ জাতীয় কমডেকা আগামী ৩০ মার্চ-৫ এপ্রিল ২০১৮ তারিখ পর্যন্ত চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মেঘনা নদীর পূর্বপাড় চরভাঙ্গায় অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ০১ এপ্রিল ২০১৮ তারিখে কমডেকা উদ্বোধন করবেন।
প্রস্তুতি ক্যাম্পে কমডেকার ১২টি লক্ষ্য-বিপি পিটি,তাবু কলা, বাধা, সমাজ সচেতনতা,ফান এন্ড গেম, সমাজ সেবা, হাইকিং, ওয়াটার এক্টিভিটিজ, জিডিভি, ফেইথ ও বিলিভ, বেটার ওয়ার্ল্ড, ক্যাম্প ফায়ার সম্পর্কে অংশগ্রহনকারীগণকে ধারনা প্রদান করা হয়। স্কাউটিং এর মৌলিক বিষয়ের নিয়ে আলোচনা করা হয়। ট্রুপ মিটিং করা হয়। হাইকিং এর বিষয়ে সেশন পরিচালনা করা হয়। স্কাউটরা কম্পাস ব্যবহার করে ফিল্ড বুক ব্যবহার করে বিদ্যালয় ক্যাম্পাস থেকে নলজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যম্পাসে যায়। সেখানে স্কাউট বনকলার মাধ্যমে স্কাউটরা সংগ্রহিত গাছপালার গ্রুনাগুন সম্পকে আলোচনা করে। রতœ কুরাও খেলাটিও স্কাউটরা খেলে। স্কাউট ওনে বিদ্যালয়ের সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। স্কাউট ওনের তাৎপর্য ব্যাখ্যা করে উদ্বোধন করেন সহকারী পরিচালক মো: হামজার রহমান শামীম। স্কাউটরা সমাজ উন্নয়নমূলক কার্যক্রম হিসেবে মাদ্রাসা আঙ্গিনা ও রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালায়।
বিকেলে তাঁবু জলসা অনুষ্ঠিত হয়। তাঁবু জলসায় ৩টি উপদল মোট ৩টি আইটেম উপস্থাপন করে। উপস্থাপনার পর ইয়েল প্রদান করেন স্কাউটারগণ। সমাপনী অনুষ্ঠানে স্কাউটার আবু তালেব মো: আকরাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক স্কাউটার মো: হামজার রহমান শামীম। অনুষ্ঠান পরিচালনা করেন স্কাউটার আইয়ুব আলী। আরো বক্তব্য রাখেন স্থানীয় অভিভাবকগণ। অংশগ্রহনকারীদের পক্ষে ২ জন মতামত ব্যক্ত করেন। তারা বলেন যে, ক্যাম্পে এসে তাদের অনেক উপকার হয়েছে। কমডেকার কার্যক্রম সম্পর্কে জানতে পেরেছি।