Wednesday, May 7, 2025
31 C
Dhaka

”অতোটা দূরে নয় আকাশ” সাালমান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ

অতোটা দূরে নয় আকাশ ‘ – সালমান হাবীব

সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমান হাবীব একটি পরিচিত নাম। এই নামটি মাথায় আসলেই চোখের পর্দায় আকাশের ছবি ভেসে ওঠে। আজন্ম আকাশ প্রেমিক তিনি। আকাশকে ভালোবাসতে কে না চায়? আকাশকে বুকে ধারণ করে অথবা ক্যানভাসে আকাশকে এঁকে বিখ্যাত হয়েছে কত মানুষ।
সেই মস্তবড় আকাশকে মলাটবদ্ধ করলেন এবার সালমান হাবীব।
বইটি মেলায় আসতে একটু দেরিই করেছে বলা চলে। তবুও পাঠক সম্প্রদায় দেরি করেনি লুফে নিতে। বইয়ের শিরোনাম কবিতাটি পড়ে দেখতে পারেন আপনিও।


.
অতোটা দূরে নয় আকাশ

.
খুব ছোটবেলা থেকেই
আমার আকাশ দেখার শখ ছিল।
আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগতো।
স্কুলে জানালা দিয়ে আকাশ দেখতাম।
বাড়ি ফিরে খোলা মাঠে দৌড়ে যেতাম।
সবসময় ই মনে হতো,
ঐ যে সামনে দু’গ্রাম পরেই
আকাশ বুঝি মিলে গেছে গ্রামের সাথে!
আমার বড্ড ইচ্ছে হতো,
কোন একদিন-
দূরের ঐ গ্রামটিতে গিয়ে আকাশ ছুঁবো।
সিঁড়ি না পাই মই লাগিয়ে হলেও
আকাশে ওঠবো।

কিন্তু
স্কুল, পড়াশুনা
আর আব্বুম্মুর কড়া চোখের
কারনে সেই দিনটি কখনো আসেনি।
অতপর-
অনেকটা বড় হয়ে
আমি ঐ গ্রামে গিয়েছি,
কিন্তু আকাশ ছুঁতে পারিনি।

গিয়ে দেখি,
আকাশ চলে গেছে
আরো দু’গ্রাম পরে!
আরেকটু বড় হয়ে
আমি যখন চার গ্রাম পাড়ি দিয়ে
আকাশ ছুঁতে গিয়েছি তখন
আকাশ চলে গেছে আরো দু’গ্রাম পরে

এইভাবে
দুই
চার
ছয়
আট আর
দশের সংখ্যা পেরিয়েছে।
আমার আকাশ ছোঁয়া হয়নি!

আমি যখন চার গ্রাম পাড়ি দিয়ে
আকাশ ছুঁতে গিয়েছি তখন
আকাশ চলে গেছে আরো দু’গ্রাম পরে

প্রতিবারই
আকাশ সরে গিয়েছে দু’গ্রাম পরে….
জীবনে কিছু কিছু মানুষ আসে যাদের
ব্যাপারগুলোও ঠিক দিগন্তে আকাশের
মিশে যাওয়ার মত!
তারা অল্প সময়েই আকাশের মত
ভেতরে জায়গা করে নেয়,
আপনত্বের সবটুকু জুড়ে বসে,
অতপর
কাছে আসতেই দেখা যায়
সেই আকাশের মত
চলে গেছে দু’হৃদয় পর..

আসলে
আকাশ এবং
ঐ মানুষগুলো;
এরা কখনোই কাছে আসেনি।
তাদের প্রতি আমাদের প্রচন্ড রকম
ভালোবাসার কারনেই কেবল এমনটি
মনে হয়।
আকাশকে দূর থেকেই ভালোবাসতে হয়।
অন্যথায়, কাছে যেতে চাইলে
হতাশ হতে হয়

বই: অতোটা দূরে নয় আকাশ
জনরা: কাব্যগ্রন্থ
প্রকাশনী: পুনশ্চ
প্রচ্ছদ: আবুল ফাতাহ
মূল্য: ১২০

বইটি পাওয়া যাবে ৬৮১ নাম্বার স্টলে (বাংলার প্রকাশন)

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

সিরাজদিখানে অপারেশন ডেভিল হান্টে আওয়ামীলীগ নেতা ফেরদৌস গ্রেফতার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ফেরদৌস (৫৫)...

আইএসপিএবি ২০২৫ নির্বাচনে আমিনুল হাকিমের নেতৃত্বে ‘আইএসপি ইউনাইটেড’ প্যানেল

আসন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) ২০২৫–২০২৭...

বাংলাদেশ থেকে ১.৫ মিলিয়ন টন আম নিতে আগ্রহী চীন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কেন্দুয়া ঘাসুড়া এলাকার একটি রপ্তানিযোগ্য আমবাগান...

‘স্টারলিংক‘-এর লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের এনজিএসও সেবাদাতা প্রতিষ্ঠান ‘স্টারলিংক‘-এর লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান...

বাংলাদেশের প্রেক্ষাপটে আরপিএল: সম্ভাবনা ও গুরুত্ব

আরপিএল বর্তমান বিশ্বে দক্ষ মানবসম্পদ গঠনের জন্য প্রথাগত শিক্ষার পাশাপাশি...

কালীগঞ্জে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী ‘নরুন সরকারি উচ্চ বিদ্যালয়ে’ শিক্ষার মানোন্নয়নের...

দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন শফিক রেহমান

দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন বর্ষিয়ান সাংবাদিক শফিক রেহমান।...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img