মেহেদী হাসান(বিশেষ প্রতিনিধি)
বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে, স্কাউটের জনক রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল’র (বিপি’র) ১৬১তম জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউট দিবস উদযাপন করা হয়েছে।
ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়,মুকাগাছায় আলোচনা সভা ও আনন্দ র্যালি আয়োজন করা হয়।র্যালিটি মুক্তগাছার বিভিন্ন সড়ক পদর্শন করে ময়মনসিংহ অঞ্চলিক স্কাউট ভবনে ফিরে আসেন এবং আলোচনা সভা শুরু করেন,উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব জামাল উদ্দিন আকন্দ-আঞ্চলিক সম্পাদক বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চল ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৃর্বণা সরকার-উপজেলা নির্বাহী অফিসার মুক্তাগাছা ময়মনসিংহ। এ সময় আরো উচ্চ পদস্থ ব্যাক্তি উপস্থিত ছিলেন।
লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন। ১৯০৭ সালে তিনি স্কাউট আন্দোলনে বা বয় স্কাউট হিসেবে আত্মপ্রকাশ করেন।