শাকিলুর রহমান (মাগুরা)
মাগুরা নয় বছর পর আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে দেখতে হাজার হাজার মানুষ ভির জমাই মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে সেখানে আওয়ামী লীগের জনসভায় শেখ হাসিনা বক্তব্য দেন তিনি। তিনি বলে, আমরা আপনাদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি, আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে। এখানে অভিভাবকবৃন্দ আছেন, শিক্ষকরা আছেন, মুক্তিযোদ্ধা ভাইয়েরা আছেন, স্থানীয় মুরুব্বিরা আছেন, আমাদের মসজিদের ইমাম, ওলামা মাশায়েখগণ আছেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রশাসনের কর্মকর্তারাসহ বিভিন্ন পেশাজীবীরা, সকলের কাছে আমার একটাই আবেদন থাকবে-এই মাগুরা এখানে যেন কোনো রকম সন্ত্রাস, জঙ্গিবাদ বা মাদকাসক্তি যেন এখানে স্থান না পায়। তার ব্যবস্থা আপনারা করবেন।”সন্তানদের দিকে নজর দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। নিজের ছেলে-মেয়ে, তাদের কী সমস্যা, তারা কী চায়, তাদের সঙ্গে কথা বলেন। তারা যেন বিপথে না যায়, সেদিকে বিশেষভাবে আপনারা দৃষ্টি দেবেন- সেটাই আমি চাই।”শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অনুপস্থিত থাকলে তার কারণ খুঁজতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।“শিক্ষা প্রতিষ্ঠানের কোনো-ছেলে মেয়ে যদি সেখানে অনুপস্থিত থাকে অবশ্যই আপনাদের সেটা খোঁজ নিতে হবে, কেন তারা অনুপস্থিত। কোনো রকম মাদক বা অন্য কোনো পথে যেন তারা না যায় কিন্ত আরো অনেক কথা বলেন।

প্রধানমন্তী ১৯ প্রকল্পের উদ্বোধন করেন ও ৯টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জনসভায় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর (মাগুরার প্রয়াত নেতা আছাদুজ্জামানের ছেলে) মাগুরার জনগণের দীর্ঘদিনের দাবি রেললাইন, মেডিকেল কলেজ এবং আইনজীবী সমিতি ও প্রেস ক্লাব ভবন নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।