গোলাম মোর্শেদ সীমান্ত
অনুষ্ঠিত হলো সেচ্ছাসেবী সংগঠন বিবেক ফাউন্ডেশন এর ২য় বর্ষপূর্তি- ২০১৮ উপলক্ষে, “গুণীজন, স্বেচ্ছাসেবী সংগঠন ও স্বেচ্ছাসেবক সংবর্ধনা” প্রদান অনুষ্ঠান। বনানীর মহাখালী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানটি।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এ. এম. মনোয়ারের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক রুপন চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ও বনানী থানা আওয়ামীলগের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট জনাব মোঃ নাছির। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্রাক ইউনিভার্সিটির প্রশিক্ষক জনাব ড. মোঃ আলমাসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর আইনজীবী ও সাবেক ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ সদস্য (২০১৩-২০১৪) জনাব মোঃ সাফায়েত হোসেন সজিব। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ নজরুল খান। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ শাহবুদ্দীন। এছাড়া অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিত্ব, বিভিন্ন সংগঠনের প্রধানসহ থেকে প্রায় দেড় শতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৪ জনকে এওয়ার্ড, ৫ জন স্বেচ্ছাসেবক কে বিশেষ সম্মাননা, ৫ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদান রাখার জন্য ও ৪ গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এ. এম. মনোয়ার, সাধারণ সম্পাদক বিবি ফাতেমা টুনি, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইফরান মোল্লা, সহ-সভাপতি এইচ এম ইমরান ও মোঃ সিয়াম শেখ, প্রতিষ্ঠাতা সদস্য ও সাংগঠনিক সম্পাদক সাদিয়া আফরিন মৌ সহ রুবেল, রুপন, রাবেয়া বিনতে হারিস, ওসমান, আফিয়া, জান্নত, কেয়া, শান্তা, ফারাবী, রিমু, রিয়াদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।