সূর্য ওঠে পূর্ব দিকে
পশ্চিমে যায় অস্ত;
এর ভেতরে কাজ না হলে
ভুল তো হবে মস্ত।
জীবনটা যে খুব ছোটো
তাই কাজগুলো সব সারো,
জীবন সফল করতে হলে
শিখতে থাকো আরো।
শেখার কোনো বয়স,বিধি,
স্থান বা সময় নেই
প্রয়োগ পরে শিক্ষা আগে
শিক্ষা যেখানেই!
তবে,
এমন হওয়াও কাম্য নয়
যে শিখতে জীবন পার;
প্রয়োগ করার নেই তো বালাই,
শিক্ষারই কারবার!
“সফল জীবন” সংজ্ঞা এত
সহজ কিছু নয়;
লক্ষ্যে কেবল পৌঁছে গেলেই
সফল নাহি হয়।
স্বার্থ ছেড়ে, শর্ত ছেড়ে
জীবনটাকে গড়,
গ্রহণ কর শিক্ষা যেটা
করবে তোমায় বড়।
জীবনটাকে সফল ফুলের
পাপড়িতে দাও মেলে,
রঙ-বেরঙের ইচ্ছেগুলো
যোগ করে দাও পেলে।
শ্লক্ষ্ণ জীবন গঠন কর,
হৃদয়টাকে শৌক্ল্য কর,
ক্লৈব্যকে আজ বাদ দিয়ে
এক নতুন সমাজ গড়;
চির বসন্ত,পাষাণ ও শান্ত
একসাথে কর জড়।
সত্ত্বগুণকে প্রয়োগ কর
রজ তমগুণ ছেড়ে;
নইলে দাহনে দগ্ধ হবেই
অবিদ্যা যাবে বেড়ে!
খুলে গেছে আজ
শিক্ষার দ্রাজ
যত পার কর গ্রহণ;
তামসিকতাকে যত পার তত
তাড়াতাড়ি কর মোচন।
বিস্তৃত ব্যাপী উদার হও আর
দার্ঢ্য কর্মস্থলে,
দিব্যশক্তি আপনা আপনি
এসে যাবে ভরে থলে।
শপথ নিয়ে, সুপথ নিয়ে,
যাও এগিয়ে যুক্তির তরে,
মুক্তি মেলাও বাঙালিকে
দাস দাসত্বের ‘পরে।
শম জড়ানো বুস্তান হবে
সবার ঘরে ঘরে!
কবিঃ
নূরজাহান অলব্রাইট
ছাত্রী, ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ।