সাউদইস্ট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের অডিটরিয়ামে “বাংলাদেশ ইন্টারন্যাশনাল ডিবেটিং সোসাইটি” এর উদ্দ্যেগে গত ২৩ ও ২৪ ডিসেম্বর প্রথমবারের মত অনুষ্ঠিত হল “জাতীয় বিতর্ক উৎসব ২০১৭”। দেশের বিভিন্ন স্কুল-কলেজ থেকে আগত প্রায় সাড়ে তিনশ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। উৎসবটির আহবায়ক মোঃ নাজমুস শাকীব সিজান বলেন, “অনুর্ধ্ব ১৯ আমরা কিছু তরুণ-তরুণী আয়োজনটি করার মূল লক্ষ্য, স্বপ্নীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে গঠনমূলক এবং সচেতন নাগরিক হিসেবে এই প্রজন্মকে গড়ে তোলা। এবং তাদের একটি প্লাটফর্ম দেওয়া”।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটি শুভ উদ্ভোধন করেন সাউদইস্ট ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর এ এন এম মেশকাত উদ্দিন। এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব, উপস্থাপক ও বির্তাকিক জনাব আব্দুন নুর তুষার। এ ছাড়াও উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন ভয়েস অফ রাইটস এর মুখপাত্র মোঃ রিফাত হাসান, ইয়ং ডিবেট আইকন মাশাহেদ হাসান সীমান্ত, ইন্টারন্যাশনাল স্পিকার নিজাম চৌধুরী, বিশিষ্ট সাইকাট্রিস্ট ডক্টর অাশরাফুল বারী, ফ্রেন্ডস ক্লাব এর ফাউন্ডার এন্ড চেয়ারম্যান মুক্তার হাসান সামির। প্রত্যক্ষভাবে উপস্থিত এবং তও্বাবধানে ছিলেন BIDS এর মডারেটর এডভোকেট তানভির নেওয়াজ শাকিল এবং BIDS এর সি.ই.ও মাহাতাব খান বাধন।
বিতর্ক প্রতিযোগিতায় বারোয়ারী আয়োজনে ১ম স্থান অধিকার করে নীলফামারী থেকে আগত শিক্ষার্থী, ২য় স্থান অধিকার করে নর্দান ডিবেটিং সোসাইটি থেকে এবং তৃতীয় স্থান অধিকার করে মাইলস্টোন কলেজ থেকে। সংসদীয় অংশে প্রথমবারের মত বিজয়ী দল হওয়ার গৌরব অর্জন করে বি.এ.এফ শাহীন কলেজ কুর্মিটোলা কলেজ এবং অায়রন ম্যান করে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে উত্তরা হাই স্কুল এন্ড কলেজ। এ আয়োজনে আরো ছিল আঞ্চলিক ও প্ল্যানচ্যাট এর মত বিতর্কও। উক্ত আয়োজনের মিডিয়া পার্টনার ছিল দেশের শিশু-কিশোর ও তরুণদের মুখপাত্র “চ্যানেল আগামী”।