সামদানী প্রত্যয়
স্পোর্টস ডেস্ক
আজকের বিশ্বে ক্রিকেট জগতে যত তারকা তার অধিকাংশই এসেছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকে। যুব বিশ্বকাপে মাঠ কাপিয়েছেন বিরাট কোহলি,স্মিথ,সাকিবের মত তারকারা।জাতীয় দলের খেলোয়াড় সংগ্রহের পাইপ বলা চলে এই বিশ্বকাপকে। ১৩ জানুয়ারি শুরু হতে যাচ্ছে যুব বিশ্বকাপ।যুব বিশ্বকাপে অংশ নিতে ২৫ ডিসেম্বর দেশ ছেড়েছে সাইফ হাসান নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। দেশ ছাড়ার আগে সাইফ হাসান বললেন,তারা খেলবেন শিরোপার জন্য।তবে কন্ডিশন প্রতিপক্ষ হিসেবে থাকবে বলে জানান তিনি।
যুব বিশ্বকাপের গত আসরের স্বাগতিক ছিল বাংলাদেশ। সেবার শিরোপার স্বপ্ন শেষ হয়েছে সেমিফাইনাল এ ওয়েস্ট ইন্ডিজ এর কাছে হেরে। যদিও সে আসরে বাংলাদেশ তৃতীয় হয়েছিল।কিন্তু এবার টার্গেট ফাইনাল। অধিনায়কের পরিকল্পনা ম্যাচ ম্যাচ জেতা। অধিনায়ক বললেন,প্রথম রাউন্ড ভাল খেলব তারপর কোয়ার্টার ফাইনাল। এভাবেই ধাপে ধাপে এগোতে চাই’।চ্যাম্পিয়নশিপ টার্গেট হলেও কন্ডিশন কে সবচেয়ে বড় প্রতিপক্ষ মানছেন অধিনায়ক সাইফ,”নিউজিল্যান্ড এর কন্ডিশন আমাদের জন্য অবশ্যই কঠিন হবে।তারপরও আমাদের প্রস্তুতি অনেক ভালো”।
নিউজিল্যান্ড এ ১৫ দিনের কন্ডিশনিং ক্যাম্প হবে।এছাড়াও তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবা যুবারা।ক্রাইস্টচার্চ পৌঁছেই ডুনেডিন উড়ে যাবে যুবাদল।সেখানে ওটাগো একাদশ এর বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের যুবারা খেলবে সি গ্রুপে।গ্রুপের তিনটি দল ইংল্যান্ড নামিবিয়া ও কানাডা।১৩ জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে যুবাদল। এরপর ১৫ ও ১৮ জানুয়ারি কানাডা ও ইংল্যান্ড এর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে।গ্রুপ এর প্রতিপক্ষ দুর্বল হলেও কাউকে খাটো করে দেখছেন না সাইফ,”অনূর্ধ্ব ১৯ পর্যায়ে যে কোনো দলের জেতার সামর্থ্য আছে।যুব এশিয়া কাপে নেপাল হারিয়েছে ভারতকে এবং পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। সেই হিসাবে কোন দলই ছোট নয়”।
দলের আরেক তরুন তুর্কি আফিফ হাসান।যেকোন ম্যাচ এর ফলাফল বদলাতে ভূমিকা রাখতে পারেন এই অলরাউন্ডার। কোচ ডেমিয়ান রাইটের কন্ঠেও শোনা গেল ভরসার কথা”আমাদের বেশ কয়েকজন ভাল মানের স্পিনার পেসার রয়েছে।নিউজিল্যান্ড এর কন্ডিশন এ স্পিন পেস কম্বিনেশন করতে পারলে ভাল করব বিশ্বাস করি।”দলের ব্যাটিং লাইনও শক্তিশালী। দলের পারফর্মেন্স এ সবার কন্ঠেই আশার বানী। দায়িত্ব নিয়ে খেললে শিরোপার স্বপ্ন অধরা থাকবেনা যুবাদের।