গত ২২ ডিসেম্বর শুক্রবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নাল গ্যালারীতে দুরন্ত’ শিশু-কিশোর পত্রিকা আয়োজন করে শিশু-কিশোরদের অংশগ্রহণে “আমার চোখে ঢাকা” শীর্ষক এক আলোকচিত্র প্রতিযোগীতার নিবার্চিত আলোকচিত্র নিয়ে প্রদর্শনীর। সেরা আলোকচিত্র নির্বাচনের পর ফলাফল ঘোষনার আগে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় “কম্পোজিশান অব ফটোগ্রাফি বিষয়ক কর্মশালার।”
অনুষ্ঠানে শিশু-কিশোরদের মাঝে উপস্থিত ছিলেন জনাব গোলাম কুদ্দুছ, সম্মানিত সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নাফিস আহম্মেদ নাদ্ভী, প্রখ্যাত চিত্রশিল্পী ও আলোকচিত্রশিল্পী, কে এম জাহাঙ্গীর আলম, প্রশিক্ষক ও আলোকচিত্রশিল্পী, রাসয়াত রহমান জিকো, শিশু-কিশোর সাহিত্যিক, জুনায়েদ আজিম চৌধুরী, প্রিয় কার্টুনিস্ট এবং অভিনয় শিল্পী ইমতু রাতিশ।
আলোচনায় দুরন্ত সম্পাদক কাজী মনজুরুল আজিজ শিশু-কিশোরদের আলোকচিত্রের মতো সৃজনশীল কর্মসূচীতে আরোও উদ্বুদ্ধ করার জন্য “বাংলাদেশ চিলড্রেনস্ ফটোগ্রাফিক সার্কেল” এর ঘোষণা দেন, যার মাধ্যমে শিশু-কিশোরদের সৃজনশীল কাজের মূল্যায়ন ও তাদের আলোকচিত্রের আর্কাইভ গঠন করা হবে।
প্রদর্শনীতে সেরা ১০ জন পুরস্কার পায়। তাদের থেকে ২ জনকে সেরা দুই নির্বাচিত করা হয় এবং দুরন্তের পক্ষ থেকে ৩০০০টাকা মেধা বৃত্তি।তারা হলো আবু জাফর মোঃ মুনতাসির মিথেন এবং আশফাক আলম নিয়ন। দশ জনের সকলকেই সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া সকল অংশগ্রহণকারী প্রতিযোগীকে দুরন্ত এর সার্টিফিকেট ও টি- শার্ট দেয়া হয়।