–ইমরান হোসেন
অধিকার বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সংগঠন নগরফুলের আয়োজনে ৩য় বারের মত “শীত আসবে শিশু হাসবে উষ্ণতার পরশে” শীর্ষক শীতবস্ত্র ও ভ্যাসলিন বিতরণ কমসূচীর উদ্বোধনী অনুষ্ঠান আজ ২২ ডিসেম্বর শুক্রবার নগরীর সিআরবিস্থ শিরীশতলা প্রাঙ্গণে অনুষ্টিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি বায়েজিদ সুমনের সভাপতিত্বে এবং নগরফুল সিআরবি শাখার মালী নিশাত রাজের সঞ্চালনায় অনুষ্টানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এর পরিচালক আলহাজ্ব লায়ন হাকিম আলী, সামাজিক সংগঠক লায়ন মোহাম্মদ ইব্রাহিম, কলামিষ্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, লায়ন নবাব হোসেন মুন্না, সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের সভাপতি মোঃ এহসান বিন দিদার, তরুন সংগঠক নোমান উল্লাহ বাহার, মহিউদ্দিন চৌধুরী মঈন, আলমগীর বাদশা। এসময় বক্তারা বলেন, কোন শিশুই সুবিধা বঞ্চিত শিশু হিসেবে জন্ম নেয় না। পরিবেশ পরিস্থিতি শিশুদেরকে পথশিশু, সুবিধা বঞ্চিত বা তৃণমূল পর্যায়ভুক্ত করে। পৃথিবীতে অনেক মহাপুরুষ আছেন যাদের জন্ম হয়েছে একজন সুবিধা বঞ্চিত শিশু হিসেবে। কিন্তু সঠিক পরিচর্যা, পৃৃষ্ঠপোষকতা পেয়ে জীবনে তারা স্মরণীয়, বরণীয় হয়ে উঠেছেন। সুবিধা বঞ্চিত শিশুরা সমাজের বাইরের কেউ নয়। সুবিধা বঞ্চিত পথশিশু বা তৃণমূল শিশুদের দায়দায়িত্ব সমাজের প্রত্যেক সামর্থবানদেরকে নিতে হবে। তাদের সুন্দর জীবন, শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থানের ভার সম্মিলিত ভাবে গ্রহণ করতে হবে। সভাপতির বক্তব্যে বায়েজীদ সুমন বলেন, ছয় ঋতুর দেশ বাংলাদেশ। প্রতিটি ঋতুই উপভোগ্য হলেও শীত ঋতুটি খুব কষ্টের। প্রতিবার শীত ঋতুতে আমরা দেখতে পায় সুবিধাবঞ্চিত বা পথশিশুদের অবর্ণনীয় কষ্ট। তাদের সেই কষ্ট যেন একটু হলেও লাঘব করা যায় সেই লক্ষ্যে প্রতিবারের ন্যায় এবারও আমরা আয়োজন করেছি শীত আসবে শিশু হাসবে উঞ্চতার পরশে, সিজন-৩। শীত আসার পূর্বেই যেন প্রতিটি সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শীতবস্ত্র নিশ্চিত করা যায় সেই লক্ষ্যে এইবার নগরীর প্রায় ৮০০ শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।
আর এরজন্য প্রয়োজন সকলের একান্ত সহযোগীতা। ১ম দিনের কর্মসূচীতে নগরফুল হলিডে স্কুল সিআরবি শাখার প্রায় ১৫০ শিশুর মাঝে শীতবস্ত্র ও ভ্যাসলিন বিতরণ করা হয়। উল্লেখ্য, চলতি সপ্তাহে প্রতিদিন চট্টগ্রাম নগরীর বিভিন্ন পয়েন্টে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।